ব্লাড কিলার – পর্ব ২ : অপরাধের ছাপ
পর্ব ২ : অপরাধের ছাপ
শহরজুড়ে বৃষ্টি থেমে গেছে।
টানা কয়েকদিনের জলাবদ্ধতা আর নিস্তব্ধতার পর আজ সকালের বাতাসে এক অদ্ভুত ব্যস্ততা ফিরে এসেছে । রাস্তাঘাটে গাড়ির হর্ণ, মানুষের ভিড়—সবকিছু যেন আবার জীবিত, কিন্তু এই স্বাভাবিকতার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অন্ধকার রহস্য ।
মেট্রোরেলের প্রথম স্টেশনে ভোরে যখন পরিচ্ছন্ন কর্মী ঝাড়ু হাতে মেট্রোতে ঢুকল, তার চোখ পড়ল সাদা মেঝেতে পড়ে থাকা অচেনা এক লোকের দিকে । প্রথমে মনে হলো হয়তো কেউ মদ খেয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু কাছে যেতেই শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল । একজন তরুণ—মুখে রক্ত জমাট বেঁধে আছে, মাথার ভেতর অদ্ভুত গর্ত । চারপাশে রক্ত শুকিয়ে কালচে হয়ে গেছে ।
কর্মীটি ভয় পেয়ে চিৎকার দিয়ে দৌড়ে গেল স্টেশনমাস্টারের অফিসে ।
— “স্যার! একটা লাশ পড়ে আছে ট্রেনের ভেতরে… আমি… আমি কিছু বুঝতে পারছি না…”
স্টেশনমাস্টার আঁতকে উঠলেন । তিনি জানতেন, এমন ঘটনা মানেই পুরো স্টেশনের ওপর কালো ছায়া নেমে আসবে । তিনি কাঁপা হাতে ফোন তুলে নিলেন । “পুলিশে খবর দিন! তৎক্ষণাৎ খবর দিন!”
কিছুক্ষণের মধ্যেই চারপাশ ভরে গেল পুলিশের গাড়ির সাইরেন আর ইউনিফর্মের কড়া উপস্থিতিতে । মেট্রো স্টেশন কর্ডন করে ফেলল পুলিশ । ভেতরে প্রবেশ করল ফরেনসিক টিম—গ্লাভস, ক্যামেরা আর এভিডেন্স ব্যাগ হাতে । ট্রেনের সিটে ছড়িয়ে থাকা রক্ত, মেঝেতে শুকিয়ে যাওয়া ছোপ, আর নিথর লাশ—সবকিছু তাদের পদ্ধতিগত নোটবুকে ধরা পড়তে লাগল ।
ঠিক তখনই প্রবেশ করলেন ইন্সপেক্টর বখতিয়ার । চারপাশ যেন হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল তার উপস্থিতিতে ।
বখতিয়ার এগিয়ে গেলেন সাব-ইন্সপেক্টর আবিদের কাছে ।
— “কি অবস্থা?”
আবিদ বলল,
— “স্যার, হত্যাটা রাতে হয়েছে । কিন্তু সঠিক সময় এখনো নিশ্চিত নয় । আরও বড় সমস্যা হলো—স্টেশনের সিসি ক্যামেরাগুলো গতকাল থেকেই নষ্ট । ফলে আমাদের কাছে কোনো ভিজ্যুয়াল নেই । আমার ধারণা, হত্যার সময় এখানে প্রায় কোনো যাত্রী ছিল না । তাই কেউ কিছু টের পায়নি।”
বখতিয়ারের চোখ সরু হয়ে এলো ।
— “কাকতালীয় নয়, আবিদ । ক্যামেরা নষ্ট মানেই প্রমাণ ধ্বংস করা হয়েছে । এটা পরিকল্পিত ।”
এরপর তিনি ক্রাইম সিনে হাঁটু গেড়ে লাশ পরীক্ষা করলেন । কনকের মুখে নিঃশব্দ আতঙ্ক, মাথার ক্ষত ভয়ঙ্কর । রক্ত জমাট বেঁধে কালচে দাগ হয়ে গেছে ।
বখতিয়ার আঙুলের ইশারায় ফরেনসিক অফিসারকে পিছু হটালেন, তারপর নিচু গলায় বললেন—
— “হোলো পয়েন্ট বুলেট… ৯ মিলিমিটার। সাইলেন্সার যুক্ত অস্ত্র ছাড়া এভাবে কাজ করা সম্ভব নয় । অস্ত্রটা Glock 19 হওয়ার সম্ভাবনাই বেশি ।”
আবিদ সম্মতি দিয়ে মাথা নেড়ে বলল,
— “আপনার মতোই আমারও তাই মনে হয়, স্যার ।”
— “লাশটা ময়নাতদন্তে পাঠান । আর ভিক্টিমের বাড়ির ঠিকানা খুঁজে বের করুন ।”
দুপুর নাগাদ থানায় ফিরে এলেন বখতিয়ার । কয়েক ঘণ্টা পর আবিদ এসে দিল ফরেনসিক রিপোর্ট ।
— “স্যার, আপনার ধারণা সঠিক ছিল । ৯ মিমি হোলো পয়েন্ট ব্যবহার করা হয়েছে । গুলি করা হয়েছে খুব কাছ থেকে, মাত্র দুই মিটার দূরত্বে । ভিক্টিম কিছু টেরও পায়নি ।”
বখতিয়ার বললেন,
— “ভিক্টিমের পরিবারের খোঁজ নিয়েছেন?”
আবিদ বলল,
— “জি স্যার । শুধু স্ত্রী আছে । তার কাছে খবরটা দিয়েছি । ভদ্রমহিলা জানিয়েছেন—স্বামী মাঝেমধ্যে অফিসের কাজে রাতে ফিরতেন না । তাই খোঁজ নেননি । শত্রুর প্রশ্নে তিনি নিশ্চিতভাবে বলেছেন—কনকের কোনো শত্রু নেই ।”
বখতিয়ার চুপ করে গেলেন । চোখে গভীর সন্দেহ খেলা করছে ।
— “চল, এবার অফিসে যাওয়া যাক । সহকর্মীদের থেকে কিছু জানা যেতে পারে ।”
কনকের অফিস—একটি মাঝারি আকারের প্রাইভেট ফার্ম ।
বসের কক্ষে বখতিয়ার জিজ্ঞাসাবাদ শুরু করলেন ।
বস দৃঢ়ভাবে জানালেন—
— “কনক ছিল খুবই পরিশ্রমী, ভদ্রলোক । আমি তার কাজে সবসময় সন্তুষ্ট ছিলাম । তাকে হত্যার কোনো কারণ খুঁজে পাচ্ছি না ।”
বখতিয়ার অফিস থেকে বের হতে যাচ্ছিলেন, ঠিক তখনই এক কর্মচারী কাছে এসে থামালেন ।
লোকটির চোখে আতঙ্ক, গলায় চাপা কণ্ঠস্বর ।
— “স্যার, আমি জানি না এই তথ্য গুরুত্বপূর্ণ কি-না… কিন্তু কনক মোটেও ভালো লোক ছিল না ।”
বখতিয়ারের চোখ জ্বলে উঠল ।
— “বলুন।”
— “সে বসের প্রিয়ভাজন ছিল । সব প্রজেক্ট নিজের দখলে নিত, আমাদের কারো প্রতি ভরসা করত না । তাছাড়া তার ব্যক্তিগত জীবনও খুব বাজে ছিল । একাধিক নারীসঙ্গ ছিল তার । এজন্যই নাকি স্ত্রীর সঙ্গে অনেক ঝামেলা হতো ।”
বখতিয়ার চুপ করে শুনলেন । আবিদ পাশে দাঁড়িয়ে নোট নিচ্ছে ।
কর্মচারী শেষে নিঃশ্বাস ফেলল,
— “এইটুকুই জানি, স্যার ।”
বখতিয়ার ধীরে ধীরে ঘুরে দাঁড়ালেন ।
— “আবিদ, এবার ভিক্টিমের স্ত্রীকে থানায় আনতে হবে । এবার আমাদের পদ্ধতিতে প্রশ্ন করা দরকার।”
থানার আলো যেন হঠাৎ আরও অন্ধকার হয়ে উঠল । কারণ তদন্ত যত এগোচ্ছে, কনকের মৃত্যু ততই এক নতুন রহস্য তৈরি করছে সবার মনে ।
চলবে...
Twitter
https://x.com/BokhtiarMr90788/status/1966420719333724217?t=zDPpLrWxIfrglnzEFcWrdQ&s=19
https://x.com/pussmemecoin/status/1966403074370724229?t=zDPpLrWxIfrglnzEFcWrdQ&s=1s
https://x.com/BokhtiarMr90788/status/1966420936787435777?t=BH1ntsjeTM1rd-4h5UJYyA&s=19
https://coinmarketcap.com/community/post/368122412