|| সিরিজ রিভিউ || Panchayat Season 4 ||

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম


আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি । আজকে আমি আপনাদের মাঝে একটি ভারতীয় সিরিজ রিভিউ করবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ।


1000097313.webp


মুভির তথ্য


সিরিজPanchayat Season 4
পরিচালকদীপক কুমার মিশ্র, অক্ষত বিজয়বর্গীয়
অভিনয়জিতেন্দ্র কুমার, সানভিকা, রঘুবীর যাদব, দুর্গেশ কুমার, নীনা গুপ্তা সহ আরও অনেকে
প্রযোজকঅরুণাভ কুমার
দেশভারত
প্লাটফর্মপ্রাইম ভিডিও
দৈর্ঘ্য৮ এপিসোড
মুক্তির তারিখ২৪ শে জুন, ২০২৫

সিরিজের সংক্ষিপ্ত ঘটনা


পঞ্চায়েত সিজন ৪ এটাকে দেখতে হলে আপনাদেরকে আগে এই সিরিজের গত তিনটি সিজন দেখতে হবে, তা না হলে আপনি এই সিরিজের কিছুই বুঝতে পারবেন না । পঞ্চায়েত সিজন ৪ সিরিজটিতে শুরুতেই দেখানো হয় অভিষেক তার ওপর দেওয়া মামলা নিয়ে চিন্তিত কারণ সে ভালো কলেজে এডমিশন নিতে চায় যার কারণে তার উপর এই মামলাটি সামনে সমস্যা তৈরি করতে পারে ।

1000097314.jpg

1000097315.jpg


সিরিজ থেকে নেওয়া স্ক্রিনশট


আর পূর্ববর্তী সিজনে গ্রাম প্রধানের হাতে গুলি লেগেছিলো এটা নিয়েও অনেক রাজনীতি চলে গ্রামের মধ্যে, তবে এইবার ভূষণ বেশ কঠিনভাবে গ্রাম প্রধানের বিরোধিতা করে এবং নির্বাচনে তার স্ত্রীকে দাঁড় করায় । যার কারণে দুই দলের মধ্যে প্রায়ই সংঘর্ষ হয় নির্বাচনের আগ পর্যন্ত তবে এই সিজনে তেমন মারামারি হয়নি দুই দলের মধ্যে । পঞ্চায়েত সিজন ৪ এবার অতি সাধারনভাবে কাহিনী এগিয়ে নিয়ে যাচ্ছিল, রিঙ্কি আর অভিষেক এর প্রেম কাহিনী একটু সামনে এগিয়েছে তবে তাদের প্রেমের কোনো প্রকার সমাপ্তি দেওয়া হয়নি । সিজন চার এর মধ্যে গ্রাম প্রধান এবং ভূষণ এর মধ্যে সব সময় তর্ক এবং ঝগড়া বিবাদ লেগেই থাকে এবং ভূষণ গ্রামবাসীদের গ্রাম প্রধানের বিরুদ্ধে উসকাতে থাকে এবং ভূষণ এইবার তার পরিকল্পনায় সক্ষম হয় এবং গ্রামবাসী ভূষণ এর স্ত্রীকে বিপুল ভোটে জয়ী লাভ করায় ।

1000097316.jpg

1000097317.jpg


সিরিজ থেকে নেওয়া স্ক্রিনশট


তখন অভিষেক চিন্তিত হয়ে পরে এবং গ্রাম ছেড়ে চলে যাওয়ার চিন্তা করে কিন্তু রিঙ্কির জন্য আরো চার মাস গ্রামের মধ্যে থাকার সিদ্ধান্ত নেয় এবং এরই মাঝে পঞ্চায়েত সিজন ৪ শেষ হয়ে যায়, এরই মাধ্যমে আমরা বুঝতে পারি পঞ্চায়েত সিজন ৫ আসতে পারে ।


সিরিজ নিয়ে আমার ব্যক্তিগত মতামত


পঞ্চায়েত সিজন ৪ এর কাহিনী অনেক ছোট রাখা হয়েছে, সকল এপিসোড নির্বাচনকে কেন্দ্র করে ছিল এবং এখানে তেমন কমেডি দেখতে পাইনি । পঞ্চায়েত সিরিজটি সবচেয়ে বেশি বিখ্যাত ছিল তার ভালো কমেডি এবং অতি সাধারণ কাহিনীর জন্য তবে পঞ্চায়েত সিজন ৪ এর মধ্যে বেশি রাজনীতির দিকে ফোকাস করা হয়েছে এবং কমেডি তেমন ছিল না তারপরও আমার কাছে পঞ্চায়েত সিজন ৪ ভালো লেগেছে আশা করি পঞ্চায়েত সিজন ৫ এর মধ্যে এই বিষয়গুলোর দিকে ফোকাস করা হবে ।

1000097318.jpg

1000097319.jpg


সিরিজ থেকে নেওয়া স্ক্রিনশট


IMDb রেটিং : ৯.০
ব্যক্তিগত রেটিং : ৯.৫


সিরিজের ট্রেলার



পোস্টের বিবরণ


ক্যাটাগরিসিরিজ রিভিউ
ডিভাইসvivo V27e
সংস্করণAndroid-15
পর্যালোচক@bokhtiar1444
অবস্থানকিশোরগঞ্জ, ঢাকা

1000080765.jpg

Sort:  
 last month 
 last month 

Quotes :

1000097307.jpg

Retweete & react :

1000097308.jpg

Tweet comment :

1000097309.jpg

Twitter Puss promote : https://x.com/BokhtiarMr90788/status/1937902175826681945?t=Ne5zKXQT0aV4G_MEh8Nt-g&s=19

1000097310.jpg

Coin market cap Comment : https://coinmarketcap.com/community/post/362926593

1000097311.jpg

Pussfi boost :

1000097312.jpg