Sort:  
 4 years ago 

জিন্দা থাকলে নিন্দা তো হবেই, মৃত মানুষের প্রশংসা তো শত্রুরাও করে।

এটা একদম ঠিক।মৃত্যুর পরেই আসলে সব প্রশংসা শুরু হয়।

 4 years ago 

একদম আপু। ধন্যবাদ।

 4 years ago 

আমরা সবার দৃষ্টিভঙ্গি দিয়ে ভালবাসাকে বিচার করতে পারি না। মানুষ ভালোবাসাকে ভিন্নভাবে উপলব্ধি করে এবং ভিন্নভাবে তা প্রকাশ করে।

আপনার লেখাগুলো আমার কাছে বরাবরই খুব ভালো লাগে। আমি যতগুলো লিখা-ই পড়লাম সবগুলোতে কিছু না কিছু শিখতে পারলাম এবং জানতে পারলাম। আর আজকের উক্তিগুলো একদম সত্য ।যদিও আমরা বাস্তব জীবনে এগুলো দেখে থাকি ,তাও কিছু কিছু সময় এগুলোকে এক উক্তিতে বিশ্লেষণ করা সবার পক্ষে সম্ভব না ,যা আপনি করতে পারেন।আপনার এই গুণটি আমার কাছে খুব ভালো লাগে আপু‌। আপনার ভালো থাকা কামনা করছি ,খুব ভালো থাকুন।

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু মনি।