ডিম আর আলু দিয়ে তৈরি মজাদার কাটলেট রেসিপি।

in আমার বাংলা ব্লগlast year

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

20240519_185413.jpg

আজ আপনাদের মাঝে আরও একটি মজাদার আর মুখরোচক রেসিপি নিয়ে এলাম। যেটা আসলে সবার কাছে নতুন লাগতে পারে। মাঝে মাঝে নতুন নতুন রেসিপিগুলো ট্রাই করতে বেশ ভালো লাগে। আর আমি তো প্রতিনিয়তই কিছু না কিছু নতুনভাবে তৈরি করার চেষ্টা করি। আজকের যে রেসিপিটি শেয়ার করলাম সেটা আরও আগে তৈরি করেছিলাম। যদিও এক এক করে নতুন রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ার করি। আজকের এই রেসিপিতে সিম্পল কিছু উপকরণ দিয়ে তৈরি করেছি। আসলে বাসায় যদি এগুলো থাকে তাহলে সব উপকরণই দেয়া যাবে,তবে কিছু কিছু উপকরণ না থাকলেও চলে যেমন টমেটো সস, রসুন গুড়ো। আর বাকি সবকিছু সবসময়ই বাসায় থাকে।যাইহোক কথা আর না বাড়িয়ে শুরু করা যাক।

আজকের রেসিপির জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ

উপকরণপরিমাণ
সিদ্ধ আলু৭টি
সিদ্ধ ডিম১টি
ডিম১টি
নুডলস১ প্যাক
পেঁয়াজকুচি১টি
রসুন কুচি১/২ টি
আদা কুচি১টুকরো
রসুন পাউডার১/২ চা চামচ
মরিচগুড়ো২ চা চামচ
হলুদ গুড়ো১/২ চা চামচ
জিরাগুড়ো২ চা চামচ
লবণ১/২ চা চামচ
ময়দা২টেবিল চামচ
কর্ণফ্লাওয়ার২ টেবিল চামচ
টমেটো সস১ টেবিল চামচ
তেলভাজার জন্য।

VideoCapture_20240520-103618.jpg

প্রথম ধাপ

প্রথমে সিদ্ধ ডিমকে গ্রেট করে নিলাম। গ্রেটারের চিকন কাটার দিয়ে গ্রেট করেছি।

20240529_194907.jpg

দ্বিতীয় ধাপ

এইধাপে একইভাবে প্রত্যেকটা আলু গ্রেট করে নিলাম। তারপর পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিলাম।

20240529_194929.jpg

তৃতীয় ধাপ

এইধাপে গুড়ো মসলা গুলো দিলাম। এরমধ্যে ছিল লবণ,হলুদগুড়ো, মরিচগুড়ো, জিরাগুড়ো আর নুডলস এর মসলা।

20240529_195001.jpg

চতুর্থ ধাপ

এখন রসুন গুড়ো আর টমেটো সস দিয়ে দিলাম পরিমাণ মত। তারপর সবকিছুকে হাত দিয়ে মেখে নিতে থাকলাম।

20240529_195030.jpg

পঞ্চম ধাপ

এখানে পরিমাণ মত ময়দা আর কর্ণফ্লাওয়ার দিয়ে আবারো মেখে নিলাম।

20240529_195053.jpg

ষষ্ঠ ধাপ

খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে গেল। এবার হাতের তালুতে একটু তেল নিয়ে ভালোভাবে মেখে নিলাম। ছোট ছোট করে কাটলেট সাইজ করে নিলাম।

20240529_195107.jpg

সপ্তম ধাপ

সবগুলো তৈরি হওয়ার পর ডিমের মিশ্রণে ডুবিয়ে নুডলস গুড়োর মধ্যে কোট করে নিলাম।এভাবে সবগুলো কোট করে নিলাম।

20240529_195125.jpg

অষ্টম ধাপ

এরপর ফ্রাইপ্যানে তেল গরম করে নিলাম।তারপর এক এক করে প্রত্যেকটা কাটলেট দিয়ে দিলাম।৫ মিনিট ডিপ ফ্রাই করে ভেজে তুলে নিলাম।ব্যাস তৈরি হয়ে গেল মজাদার আলু আর ডিমের কাটলেট।

20240529_195200.jpg

পরিবেশন

20240519_185413.jpg

20240519_185427.jpg

20240519_185417.jpg

20240519_185435.jpg

আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না কিন্তু।সবার মন্তব্যের অপেক্ষায় রইলাম।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 last year 

মাঝে মাঝে নিত্যনতুন রেসিপিগুলো ট্রাই করতে সত্যিই অনেক বেশি ভালো লাগে। আপনি আজ আমাদের মাঝে খুবই দারুন একটি রেসিপি শেয়ার করেছেন। নুডুলস,ডিম আর আলু দিয়ে তৈরি মজাদার কাটলেট গুলো দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে। নাস্তা হিসেবে পারফেক্ট এই রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

নাস্তায় এ রেসিপিগুলো থাকলে এমনিতেই ভালো লাগে আপু।আর ভাজাপোড়াগুলো এমনিতেই অনেক মজার হয় আপু।

 last year 

আপনার রেসিপিটা অনেক বেশি লোভনীয় লাগছে।ডিম আর আলু দিয়ে মজাদার কাটলেট তৈরি করেছেন দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু হয়েছে।আপনি আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

 last year 

খেতে তো বেশ মজার ছিল ভাইয়া। ট্রাই করে দেখতে পারেন, ধন্যবাদ আপনাকে।

 last year 

নতুন নতুন কোন রেসিপি দেখলে আমার কাছেও সেটি রান্না করতে ভালো লাগে। আপনার আজকের কাটলেট এর রেসিপিটি প্রথমে দেখে ভেবে পরিচিত কিন্তু শেষে নুডুলস দেয়ার পর মনে হল যে একেবারে ইউনিক হয়ে গেল। নুডুলস দেয়ার কারণে মনে হয় খেতে আরো বেশি ক্রিসপি হয়ে গিয়েছিল। দেখতে তো বেশ লোভনীয় লাগছে।

 last year 

হ্যাঁ আপু নুডুলসের কারণে মূলত খেতে বেশি ভালো লেগেছিল অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

ডিম আর আলু দিয়ে তৈরি মজাদার কাটলেট রেসিপি দেখে অনেক মজাদার রেসিপি মনে হচ্ছে মনে হচ্ছে তাই খেতে ইচ্ছা করছে। এভাবে রেসিপি তৈরি করার ইচ্ছা জাগলো তাই ধাপ গুলো দেখে শিখতে পারলাম, পরবর্তীতে তৈরি করবো ইনশাআল্লাহ।

 last year 

জি ভাইয়া ভালো লাগলো আপনার মন্তব্য দেখে, অনেক ধন্যবাদ।

 last year 

কোন ধরনের কাটলেট আমার খুবই প্রিয়। আপনি ডিম আলু দিয়ে চমৎকার একটি কাটলেট বানিয়েছেন এবং কাটলেট দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

জি আপু,খেতে তো বেশ মজা লেগেছিল। তাই বারবার খেতে ইচ্ছে করে অনেক ধন্যবাদ।

 last year 

আপু আপনার ভেতরে যে দারুন ক্রিটিভিটি আছে সেটা রেসিপি গুলো দেখলেই বোঝা যায়। নতুন নতুন রেসিপি তৈরি করার দক্ষতা বেশ দারুণ। ডিম আর আলু দিয়ে অনেক সুন্দর কাটলেট রেসিপি তৈরি করেছেন দেখতে অনেক লোভনীয় লাগছে। সুন্দর রেসিপি তৈরি প্রতিটি তাপ আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

চেষ্টা করি আপনাদের মাঝে ইউনিক রেসিপিগুলো উপস্থাপন করার। ভালো লাগলো আপনার মন্তব্যটা দেখে, অনেক ধন্যবাদ।

 last year 

আপনি আজকে খুবই সুন্দর করে ডিম আর আলু দিয়ে তৈরি মজাদার কাটলেট রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি রেসিপি টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনার তৈরি ডিম আর আলু দিয়ে তৈরি করা কাকলেট রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি বেশ দারুন ভাবে রেসিপি টি সম্পন্ন করেছেন।

 last year 

জ্বী ভাইয়া খেতে তো বেশ মজা লেগেছিল, ধন্যবাদ আপনাকে।

 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ডিম আর আলু দিয়ে মজাদার কাটলেট রেসিপি তৈরি করে। আপনার তৈরি রেসিপি দেখে সত্যিই জিভে জল চলে আসলো, মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু ছিল। আসলে এভাবে রেসিপি তৈরি করে যদি সস দিয়ে খাওয়া যায় বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে রেসিপি তৈরির পদ্ধতি আমাদের মাঝে স্টেপ বাই স্টেপ শেয়ার করার জন্য।

 last year 

খেতে তো বেশ মজা হয়েছিল। যদি একবার খেয়ে দেখেন বারবার খেতে ইচ্ছে করবে।

 last year 

একবার একটা প্রতিযোগিতায় এরকম একটা রেসিপি আমি শেয়ার করেছিলাম। এই রেসিপিটার উপরের নুডুলস গুলো দেখতেই অনেক বেশি ভালো লাগে। আজকে আপনার কাছ থেকে রেসিপিটা দেখতে পেরে ভালো লাগলো। উপরে ক্রিসপি একটা ভাব এবং ভিতরে অনেক বেশি সুস্বাদু লাগে খেতে। ধন্যবাদ আপু লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

হ্যাঁ আপু নুডুলস এর কারণে বেশি ক্রিসপি লাগে। আর এজন্যই খেতে বেশ মজা লাগে, ধন্যবাদ আপনাকে।

 last year 

রেসিপি দেখে তো জিভে জল চলে আসলো। রেসিপিগুলো দেখলে কি আর লোভ সামলানো যায়? শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে আপনি উপস্থাপন করেছেন আপু। বেশ ভালো লেগেছে আমার কাছে।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া রেসিপি দেখলেই খেতে ইচ্ছে করে।আর এমন রেসিপি হলে বারবার খেতে মন চায়।