সিম্পল টিউলিপ ফুলের আর্ট
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।
পেইন্টিং বা আর্ট করতে আমার ভীষণ ভালো লাগে। তবে সময়ের অভাবে আর অসুস্থতার কারণে তেমন করা হয়ে উঠে না।মাঝে মাঝে চেষ্টা করি নতুন কিছু আর্ট করার জন্য। বেশ অনেকদিন পর আজকে আমি ভিন্নরকম একটা আর্ট নিয়ে হাজির হলাম। ছোটখাটো আর্ট গুলো করতে খুব বেশি সময় না লাগলেও যদি হাতে একটু সময় নিয়ে বসা যায় তখন খুব সুন্দর করে কিন্তু ডিজাইনগুলো ফুটিয়ে তোলা সম্ভব হয়। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এত এত আর্ট বা পেইন্টিং করেছি যেগুলো দেখলে আসলে খুবই ভালো লাগে। তবে এখন অসুস্থতার কারণে বেশি সময় নিয়ে বড় পেইন্টিং বা আর্ট গুলো করা হয়ে ওঠে না। তবে সেদিন হঠাৎ করে মন চাইলো কোন একটা কিছু আর্ট করতে। আর সেই আঙ্গিকে আমি এত সুন্দর ডিজাইন এর একটা টিউলিপ ফুল অংকন করার জন্য বসে গিয়েছিলাম।
ডোমস এর পেন্সিল ব্রাশ রঙের সাহায্যে খুব সহজে কিন্তু এই ডিজাইনটা এঁকে ফেলেছিলাম। দেখতেও বেশ ভালো লাগছিল। আসলে এভাবেই সব সময় একা একা বসে থাকতে ভালো লাগে না। সেদিন নিভৃত বাসায় ছিল না বিধায় কাজটা করতে পেরেছিলাম। সে খুব বেশি বিরক্ত করে কাজগুলো করার সময়। যাইহোক আশা করি ছোট্ট সিম্পল এই আর্ট টা আপনাদের ভালো লাগবে।
উপকরণসমূহ |
---|
- খাতা
- মার্কার কলম
- পেন্সিল কম্পাস
প্রথম ধাপ |
---|
প্রথম ধাপে আমি পেন্সিলের সাহায্যে টিউলিপ ফুলের পুরো ডিজাইন টা এঁকে নিয়েছি। তারপর মার্কার কলমের চিকন কলম টার সাহায্যে আবারও এঁকে নিলাম।
দ্বিতীয় ধাপ |
---|
এভাবে প্রথমে হালকা গোলাপি রঙ দিলে টিউলিপ ফুলগুলোর এক অংশ করে আমি রং করে নিয়েছি। তারপর লাল রং নিয়ে বাকি সাইডের অংশগুলোকে রং করে নিলাম।
তৃতীয় ধাপ |
---|
এইধাপে আরও একটা ফুল বাকি ছিল সেটা রং করে নিয়েছি। তার পাশাপাশি নিচে যে পাতাগুলো এঁকে নিয়েছিলাম সেখানে প্রথমে গাঢ় সবুজ রংয়ের রং দিয়ে পাতার এক সাইড রং করে নিলাম।
চতুর্থ ধাপ |
---|
এই ধাপে পাতার বাকি অংশগুলোকে হালকা সবুজ রং দিয়ে রং করে নিলাম। তার পাশাপাশি ফুলের ডাটাগুলোকে সবুজ রং করে নিয়েছি।
ফাইনাল আউটলুক |
---|
এইতো অবশেষে তৈরি করে ফেললাম দারুণ একটা আর্ট।খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা ফুলের ডিজাইন এঁকে ফেললাম যেটা দেখে আমার কাছে বেশ ভালো লেগেছিল।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
সিম্পল আর্ট গুলো দেখতে ভালই লাগে। খুব সুন্দর টিউলিপ ফুলের আর্ট করেছেন। কালার কম্বিনেশন খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। ভালো লাগলো দেখে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।
আপু আপনার আর্ট করা টিউলিপ ফুল দেখতে খুবই সুন্দর লাগছে। আর্টের দক্ষতা এবং রংয়ের ব্যবহার সুন্দর হয়েছে। অনেক ভালো লাগলো আপু।