পাঙ্গাস মাছের বিরিয়ানী।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।
আজকে আমি দারুণ মজার আর লোভনীয় একটা রেসিপি শেয়ার করার জন্য এলাম। আসলে আজকের রেসিপিটা দেখে অনেকেই হয়তো ভাববে এটা কিভাবে সম্ভব। এই রেসিপিটা খাওয়া যায় কিনা। কিন্তু সত্যি বলতে যারা পাঙ্গাস মাছ পছন্দ করে পাঙ্গাস মাছের যে কোন রেসিপি খেতে তারা অসম্ভব ভালোবাসে। সবার পছন্দ যেহেতু এক না তাই বলতে পারি এই পাঙ্গাস মাছ পছন্দকারী ব্যক্তির কাছে এই বিরিয়ানিটা একদম অমৃত লাগবে। আমাদের বাসায় খুব বেশি পাঙ্গাস মাছ কেনা হয় না। কারণ হলো আমার শাশুড়ি এই মাছ খায় না। বাকি সবাই খায়। কিন্তু তার জন্য আর পাঙ্গাস মাছ কেনা হয় না। তবে এখন নিভৃতের জন্য মাঝে মাঝে পাঙ্গাস মাছ নিয়ে আসা হয়। তখন অন্যদের জন্য কিছু না কিছু রেসিপি করে থাকি। তবে বেশ বড় সাইজের একটা পাঙ্গাস মাছ নিয়ে আসার কারণে ভাবলাম এই মাছ দিয়ে বিরিয়ানি করে ফেলি।
নিভৃত বেশ কিছুদিন যাবত ভাত একদম খেতেই চায় না। কিন্তু ফ্রাইড রাইস, বিরিয়ানি কিংবা পাস্তা খেতে সে ভীষণ পছন্দ করে।যখন সে ভাত খাওয়া ছেড়ে দেয় তখন আমি এগুলো করে দেই। তাই আমি ভিন্নভাবে চেষ্টা করি তার খাবারগুলো পরিবর্তন করার জন্য। ভাত খেতে খেতে যখন একঘেয়েমি চলে আসে তখন এরকম ভিন্ন কিছু রেসিপি আমি তার জন্য তৈরি করে থাকি। আর ঠিক তেমনি এই বিরিয়ানিটা যখন তৈরি করলাম বিরিয়ানি রান্নার একদম শুরু থেকে সে বারবার বলছিল আম্মু বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাবো। যাইহোক বেশ অনেকক্ষণ ধৈর্য ধরার পর বিরিয়ানি রান্না হয়ে গেলে তাকে অল্প একটু বাটিতে দেয়ার পর সে খুব মজা করে সেগুলো খেয়েছিল।
আসলে বাচ্চা থেকে বুড়ো সবাই রুচির পরিবর্তন করা প্রয়োজন। একরকম খাবার কারোরই ভালো লাগেনা। শুধুমাত্র নিভৃতের জন্য নয়, সবার জন্যই করেছিলাম। যদিও আমার শাশুড়ি শুধুমাত্র বিরিয়ানি খেয়েছিল মাছ আর খায়নি। তবুও সবাই মিলে একসাথে খেয়েছে এটাই অনেক বেশি আনন্দের ছিল। সেদিন খুব ঝড়ো হাওয়া হয়েছিল। আর বিরিয়ানিটা সেই সময়ের জন্য একদম পারফেক্ট একটা কম্বিনেশন ছিল। যাই হোক অনেক কথাই বলে ফেললাম,এবার রেসিপিটা শুরু করা যাক।
আজকের রেসিপির জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ |
---|
উপকরণ | পরিমাণ |
---|---|
পাঙ্গাস মাছ | ৬পিস |
চিনিগুড়া চাল | ২৫০ গ্রাম |
পেয়াজকুচি | ১কাপ |
কাচামরিচ | ৪/৫টি |
আদাবাটা | ১ চা চামচ |
রসুনবাটা | ২ চা চামচ |
টকদই | ১/৩ কাপ |
লবণ | ১ চা চামচ |
বিরিয়ানি মসলা | ২ টেবিল চামচ |
টমেটো পেস্ট | ২ টেবিল চামচ |
তেল | ১/৩ কাপ |
প্রথম ধাপ |
---|
প্রথমে ফ্রাইপ্যানে তেল দিলাম পরিমাণ মত। তারপর দিলাম পেঁয়াজকুচি। কিছুক্ষণ ভেজে নিলাম। বেরেস্তা হয়ে গেলে তুলে নিলাম।
দ্বিতীয় ধাপ |
---|
একই তেলে আবারো পেয়াজকুচি দিলাম। এখন কিছুক্ষণ ভেজে পরিমাণ মত আদা রসুন বাটা দিয়ে দিলাম। ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে টমেটো পেস্ট দিয়ে দিলাম।
তৃতীয় ধাপ |
---|
এখন পরিমাণ মতো টক দই দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এরপর ১ চা চামচ পরিমান চিনি দিয়ে দিলাম।সাথে ১টেবিল চামচ পরিমাণ বিরিয়ানী মসলা দিলাম।তারপর নেড়েচেড়ে কষিয়ে নিলাম।
চতুর্থ ধাপ |
---|
এইধাপে এক এক করে পাঙ্গাস মাছের পিসগুলো দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট রান্না করে নিলাম। এরপর একটু পানি আবার পাঁচ মিনিট রান্না করলাম।
পঞ্চম ধাপ |
---|
এই ধাপে দিলাম গোটা কাঁচামরিচ। তারপর রান্না করে ঝোল ঘন হয়ে এলে মাছের পিসগুলো একটু ঝোলসহ তুলে নিলাম।
ষষ্ঠ ধাপ |
---|
এখন ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিলাম। ৫ মিনিট ভালোভাবে ভেজে নিলাম।চালের দ্বিগুণ গরম পানি দিয়ে দিলাম।বাকি বিরিয়ানী মসলা দিয়ে দিলাম চালের সাথে।
সপ্তম ধাপ |
---|
রান্না যখন ৯০% হয়ে আসবে তখন মাছের ঝোল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব।এরপর এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিলাম। উপরে পেয়াজ বেরেস্তা দিয়ে দমে রেখে দিলাম।
পরিবেশন |
---|
ব্যাস হয়ে গেল মজার আর লোভনীয় পাঙ্গাস মাছের বিরিয়ানি। এটা অসম্ভব মজার ছিল। এখন আবার দেখে লোভ লাগছে। গরম গরম পরিবেশন করে নিলাম। আমার ছেলের তো খুবই পছন্দ হয়েছিল।
আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না কিন্তু।সবার মন্তব্যের অপেক্ষায় রইলাম।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
মাছের ও যে বিরিয়ানি হয় সেটা আমার জানা ছিল না। আপনার রেসিপিতে এই প্রথম দেখলাম। এর আগে শুনেছিলাম তবে বিশ্বাস করিনি। আজকে তো সম্পূর্ণ রেসিপি সহ দেখিয়ে দিলেন। মাছের বিরিয়ানি দেখতে কিন্তু দারুন হয়েছে। আমার পাঙ্গাস মাছ অনেক পছন্দ ট্রাই করা যেতেই পারে। রেসিপিটি ভালো লাগলো আপু। আপনার শাশুড়ি শুধু বিরিয়ানি খেয়েছেন। আসলেই পরিবারের সবাই মিলে একসাথে বসে খাওয়ার আনন্দটাই আলাদা। চমৎকার একটি রেসিপি শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।
আপনি আজকে আমার সবথেকে বেশি পছন্দের রেসিপি তৈরি করেছেন দেখে আমার তো অনেক লোভ লাগলো। এই রেসিপিটা দেখলেই আমার জিভে জল চলে আসে। আপনি খুবই লোভনীয় এবং সুস্বাদু ভাবে রেসিপিটা তৈরি করেছেন। দেখেই বুঝতে পারছি অনেক মজা করে খেয়েছেন এটা। কোনো রকমে লোভ সামলাতে পারছি না রেসিপিটা দেখে।
অনেক মজাদার রেসিপি তৈরি করেছেন তো আপনি। দেখেইতো জিভে জল চলে আসলো। মজার মজার খাবার গুলো খেতে আমি অনেক বেশি পছন্দ করি। এই ধরনের খাবার গুলো দুপুরবেলায় বেশি মজা করে খাওয়া যায়। আপনার তৈরি করা আজকের রেসিপি টা আমার খাওয়া হয়েছে অনেকবার। এটা কিন্তু আমার মজা লাগে খেতে। মজার মজার রেসিপি দেখলে ইচ্ছে করে খেয়ে ফেলি।
বিরিয়ানি আমার খুব পছন্দের। তবে মাছ দিয়ে বিরিয়ানি রান্না করে কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপিটি আমার খুব ইউনিক লেগেছে। মাছ দিয়ে বিরিয়ানি রান্না করা যায় আমার জানা ছিল না যে নতুন একটি রেসিপি আপনার কাছ থেকে শিখলাম। মজাদার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।
এত ইউনিট ভাবে বিরিয়ানি তৈরি করলেন দেখে জিভে জল চলে আসলো। আর কত যে বিরিয়ানি তৈরি করা যায় সেটা আপনার তৈরি করা বিরিয়ানি রেসিপি না দেখলে বুঝতে পারতাম না। সত্যি বলতে আপনার এই ইউনিট রেসিপিটি দেখে আমার অনেক লোভ লাগলো। কিভাবে আমাদেরকে ছাড়া একা একা খেয়ে নিলেন। যাইহোক খুব সুন্দর রেসিপি তৈরি করলেন।
আজকে আপনি আমাদের মাঝে পাঙ্গাস মাছের বিরিয়ানী শেয়ার করেছেন।পাঙ্গাস মাছের বিরিয়ানি দেখতে দারুণ হয়েছে।পাঙ্গাস মাছের বিরিয়ানি অনন্য! এই মাছে হালকা মিষ্টি স্বাদ থাকে।আমিও একবার পাঙ্গাস দিয়ে বিরিয়ানি বানিয়েছিলাম, কিন্তু মাছটা ভেঙে গিয়েছিল। আপনারটা দেখতে সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর করে ধাপে ধাপে রেসিপিটি সম্পন্ন করেছেন এবং সেটা আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
1 | https://x.com/bristy110/status/1920288457576099910
2 | https://x.com/bristy110/status/1920289595473740090
পাঙ্গাস মাছের বিরিয়ানী আমার খুবই প্রিয়।আমি খুবই পছন্দ করি বিরিয়ানি খেতে।আজকে আপনি খুবই মজাদার একটি রেসিপি উপস্থাপন করেছেন।যা দেখে ভীষণ লোভ লেগে গেল।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।