একগুচ্ছ অনুকবিতা।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।
(১)
কেউ করে পরিশ্রম, ঘাম ঝরানো দিন,
কেউ শুধু স্বপ্ন বোনে,যেন এক অলস ঋণ।
কেউ থাকে নীরব, তবু শক্ত তার মন,
কেউ আবার হাওয়ার মতো বদলায় প্রতিক্ষণ।
(২)
আজও তুমি আমার, রোদে ছায়ার মতো,
নীরবতায় শোনাই তোমায় হৃদয়ের কত কথা।
আজও তুমি আমার, বৃষ্টির ফোঁটার সুরে,
তোমার নাম গেয়ে যায় হাওয়া নীরব ঘোরে।
(৩)
নির্ভেজাল সুরে সে মুখ হারায় না,
রয়ে যায় অনুভবের গভীরে।
প্রিয় মুখ, প্রিয়জন থাকে,
তুইই আছিস আমার সমস্ত জীবনে।
(৪)
তুমি আমার আকাশ, তুমি আমার মাটি,
তোমার ছোঁয়া ছাড়া পৃথিবী অচল।
তুমি ছাড়া প্রতিটি দিন,
একটি অজানা পথে যেন একেলা আমি।
(৫)
রাতের আঁধারে লুকানো আলো,
মন বলে, “এই পথ ধরলেই ভালো।”
তাই তো আবার রংধনুর হাত ধরি,
অন্ধকারকে করি মনের সীমানা ছাড়ি।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
মোবাইল ও পোস্টের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | একগুচ্ছ অনুকবিতা |
লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.