আমরা সবার দৃষ্টিভঙ্গি দিয়ে ভালবাসাকে বিচার করতে পারি না। মানুষ ভালোবাসাকে ভিন্নভাবে উপলব্ধি করে এবং ভিন্নভাবে তা প্রকাশ করে।
আপনার লেখাগুলো আমার কাছে বরাবরই খুব ভালো লাগে। আমি যতগুলো লিখা-ই পড়লাম সবগুলোতে কিছু না কিছু শিখতে পারলাম এবং জানতে পারলাম। আর আজকের উক্তিগুলো একদম সত্য ।যদিও আমরা বাস্তব জীবনে এগুলো দেখে থাকি ,তাও কিছু কিছু সময় এগুলোকে এক উক্তিতে বিশ্লেষণ করা সবার পক্ষে সম্ভব না ,যা আপনি করতে পারেন।আপনার এই গুণটি আমার কাছে খুব ভালো লাগে আপু। আপনার ভালো থাকা কামনা করছি ,খুব ভালো থাকুন।
অসংখ্য ধন্যবাদ আপু মনি।