You are viewing a single comment's thread from:

RE: পরনিন্দা বা গীবত করা থেকে বিরত থাকুন।। 10% beneficary for @shyfox ❤️

in আমার বাংলা ব্লগ3 years ago

সবার এটা জানা থাকা দরকার যে, যেব্যক্তি অন্যের অনুপস্থিতিতে তোমার নিকট অন্যের কথা বলে সে আবার তুমার অনুপস্থিতিতে অন্যের কাছে তোমার কথাও বলতে পারে।

কথাটা একদম সত্যি বলেছেন ভাইয়া। এরকম মানুষ আমি অনেক দেখেছি। আর আমার কাছে এসেও এমন কিছু মানুষ অন্যের নামে যখন কিছু বলে, তখন আমি ভাবি যে আসলে সে তার কথা আমার কাছে এসে বলতেছে। সামনে যে আমার কথা তার কাছে বলবে না তার তো কোন গ্যারান্টি নেই। নিশ্চয়ই সে আমার কথাও তার কাছে বলে। এমন মানুষ গুলো খুবই ভয়ানক। দুমুখো সাপের মত সব সময় কাজ করে। অন্যের ভালো তাদের কখনোই সহ্য হয় না। সব সময় ঘোরপ্যাচ লাগিয়েই রাখে। যাইহোক পুরো পোস্টটা খুবই ভালো লেগেছে খুব সুন্দর করে কিন্তু উপস্থাপন করেছেন।