যদিও আমি ভুল হতে পারি এবং কারো যদি জানা থাকে। তাহলে অবশ্যই জানাতে পারেন।
স্বাগতা দিদি কিছুদিন আগেই এই সম্পর্কে একটা বিস্তারিত পোস্ট করেছেন, যদি পড়েন তাহলে অবশ্যই জানতে পারবেন আপু। কারণ সেখানে মূল ঘটনা লেখা আছে।নির্দিষ্ট কারণবশত এই দিবসটাকে ভালোবাসা দিবস হিসেবে আখ্যায়িত করা হয়েছে। কিন্তু বর্তমান সময়ে এটাকে যেভাবে পালন করা হয় সেটা কোন মতেই প্রকৃত ভালোবাসা প্রকাশ হতে পারে না। সত্যিকার অর্থে এমন দিনগুলো আমি কখনোই পালন করিনি আর করবোও না। কারণ নির্দিষ্ট কোনদিন ভালোবাসার জন্য হয় না। ভালোবাসার জন্য প্রতিদিন প্রতিটা মুহূর্তই রয়েছে। প্রত্যেকটা দিনই ভালোবাসা যায়।