বর্তমান সময়ে এখন শান্তির চেয়ে অশান্তি বেশি। নিরাপত্তার চেয়েও অনিরাপত্তাই বেশি হচ্ছে। আসলে সাধারণ মানুষ কোথায় যাবে। এসব অন্যায়ের বিচার তারা কোথায় পাবে। এমন কোন স্থান নেই সব দিক যেন দুর্বল হয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বলতে দেশে কোন কিছুই নেই। ঘটনাগুলো আমিও শুনেছি। শুনে ভীষণ খারাপ লেগেছে। আসলে নিরাপত্তা কোথাও নেই। এখন বাড়ি থেকে বের হতে ভয় লাগে। পরিস্থিতি সব দিকেই খুব খারাপ।
হ্যাঁ আপু বর্তমান সময়ে শান্তি থেকে অশান্তি বেশি হচ্ছে। আমরা আসলে যেভাবে চেয়েছিলাম সেভাবে কিছুই পায়নি। বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের সাধারণ মানুষ এখন অনিরাপত্তায় ভুগছে। এমনটা আমরা কখনোই আশা করিনি। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
এখন ছিনতাইকারীরাই স্বাধীন হয়ে গিয়েছে। কিন্তু সাধারণ মানুষ অনেক বেশি অনিরাপত্তায় ভুগছে।