অরিগ্যামি পোস্টগুলো দেখতে ভীষণ ভালো লাগে। অরিগ্যামি পোস্ট যখন দেখা হয় তখন মনে হয় একদমই সহজ ভাবে তৈরি করা হয়েছে। কিন্তু এর ভাঁজ দেয়া থেকে শুরু করে পুরো প্রসেসিং এর কাজটা ভীষণ জটিল। যেটা ছবির মাধ্যমে বা বর্ণনার মাধ্যমে বোঝানো সম্ভব হয় না। খুব সুন্দর করে একটা সানগ্লাস তৈরি করেছেন আপু, দেখেই ভালো লাগছে।
একেবেরেই ঠিক বলেছেন আপু ,দেখে সহজ মনে হলেও করা বেশ কঠিন। কারন কাগজের ভাঁজ হেরফের হলেই সম্পূর্ণ কাজটি নস্ট হয়ে যায়। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
যতটা কষ্ট হয় করতে,বোঝানো ততটা সহজ হয় না।