ছোটদের উৎসাহ দেয়ার মাধ্যমে তারা যেকোনো কাজের প্রতি আগ্রহী হয় এবং যেকোনো কাজকে তারা আপন করে নেয়। সুন্দর করে করার চেষ্টা করে। কিন্তু উৎসাহ দেয়ার বদলে যদি ভয় দেখানো হয় তখন আসলে কোন কিছুই তারা করতে চায় না। মোটিভেশন হারিয়ে ফেলে। কখনো কোন কাজ সুন্দরভাবে তাদের দ্বারা করানো সম্ভব হয় না। খুব সুন্দর কিছু কথা লিখেছেন আপু। বাইরের দেশে আসলে কালচারটা ভিন্ন রকম।
একদম,আর তা না করে আমরা তাদের মধ্যে ভয় ঢুকিয়ে দেই।