এ ফুলগুলো অনেক পরিচিত তবে এগুলোর নাম যে ভাট ফুল সেটা আজকে জানতে পারলাম আপু। আমি তো ভাবতাম এগুলো বন্যফুল যাই হোক খুব চমৎকারভাবে ভিডিওগ্রাফি করেছেন এই ফুলগুলোর। ফুলগুলো আসলেই দেখতে চমৎকার তবে এই ফুল গাছের পাতাগুলো অনেক তিতা হয়ে থাকে। ধন্যবাদ আপু আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিক ধরেছেন এগুলো এক প্রকারের বনফুল।বনফুল অনেক প্রকারের ও ভিন্ন ভিন্ন নামের আছে। এই বনফুলটির নাম ভাট ফুল।