জীবনের সুখ দুঃখ উৎসব সবকিছুতে পরিবারকে পাশে পেলে অনেক বেশি ভালো লাগে। পরিবার বা পরিবারের মানুষজন ছাড়া আসলে কোন বিষয়েই আমাদের কাছে উপভোগ্য নয়। একা একা কখনোই কোন উৎসব কিংবা দিন ভালোভাবে কাটানো যায় না। উৎসব মানে সবার মাঝে অনেক বেশি আনন্দ ছড়িয়ে যাবে। যেটা যত কষ্টই হোক না কেন পরিবার একসাথে থাকলে অনেক বেশিই ভালো লাগে। শত কষ্টের মাঝেও একটা উৎসবের দিনে সবাই একসাথে থেকে যে আনন্দ পায় সে আনন্দ হয়তোবা একা থেকে কখনোই সম্ভব নয়।