আমরা বাঙালিরা আর যাই হোক মসলা জাতীয় খাবার আর তেলে ভাজা খাবার গুলো খেতে ভীষণ পছন্দ করি। এগুলো খেতেই আমাদের কাছে ভালো লাগে। যাইহোক অনেক কেনাকাটা করেছেন সবার জন্য। আর তার মাঝে এক ফাকে লেমন জুস এবং বাবুর জন্য বার্গার নিয়ে খাওয়া-দাওয়া করেছেন দেখে বেশ ভালো লাগছে। যদিও এগুলো স্বাস্থ্যসম্মত নয় তবুও লোভ তো আসলে সামলাতে পারি না।
আপনার মতামত জেনে ভালো লাগলো, আসলেই আমরা খাবার দেখলে লোভ সামলাতে পারিনা আপু।