সবার জীবনেই স্কুল জীবনটা অনেক বেশি মধুর। সবাই স্কুলে যাওয়ার জন্য অনেক বেশি পাগল ছিল। আসলে স্কুলের সময় গুলো খুব সুন্দর কাটতো। আর এজন্য স্কুল মিস দিতে ভালো লাগতো না। কিন্তু ইউনিভার্সিটি কিংবা কলেজে এই জায়গা গুলোতে যেতে কেন জানিনা ভাল লাগে না কারণ সেখানে আনন্দের মাত্রাটা অনেকটাই কমে যায়। তখন নিজেকে বাস্তবিকভাবে উপলব্ধি করা এবং কাজগুলো সঠিক সময়ে করার একটা প্রবণতা চলে আসে। যাই হোক জীবন যেভাবে চলবে সেভাবেই মানিয়ে নিতে হবে।