কর্মফল 😊
হ্যালো বন্ধুরা
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সকল সদস্যগণ,কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি।
আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার।তারই ধারাবাহিকতা বজায় রেখে নতুন একটি র পোস্ট আপনাদের সাথে শেয়ার করছি।আশাকরি আমার আজকের পোস্ট টি আপনাদের ভালো লাগবে!
আমি সবসময় ভেবেছি, ভালো কাজ করলে ভালোই ফিরে আসবে।তাই কারও বিপদে পাশে দাঁড়ানো, হাসিমুখে সাহায্য করা..এসবই ছিলো আমার অভ্যাস। কিন্তু বারবার দেখলাম,যাদের জন্য করলাম,তারাই কষ্ট দিলো।আমি ভেঙে পড়লাম,মনে হলো ভালো হওয়াটাই কি তবে ভুল ছিলো?
কিন্তু একদিন হঠাৎই একজন অচেনা মানুষের সাথে দেখা।আমি আগে যেখানে থাকতাম সেখানকার বাসিন্দা উনি তাকে আমি সেভাবে চিনি না।সে আমাকে বললো আপনার সেই ছোট্ট সাহায্যটাই একসময় আমার জীবন বাঁচিয়েছিলো।আমার খুব একটা মনে পড়ছিলো না আমি তাকে ঠিক কি ধরণের সাহায্য করেছিলাম।পরে আমি জিজ্ঞেস করলাম আমি কি সত্যিই কখনো আপনার কোনো উপকার করেছিলাম!তখন উনি বললো হ্যাঁ করেছিলেন!আমার ঘরে খাবার ছিলো না আমরা না খেয়ে ছিলাম তখন আপনি আমাকে খাবার ও টাকা দিয়ে সাহায্য করেছিলেন।তখন আমার মনে পড়লো হ্যাঁ সত্যিই একদিন আমি এনাকে সাহায্য করেছিলাম এবং সেটার একটা করুন কাহিনিই ছিলো।ঐদিন আমার ঘরেও খুব বেশি চাল ছিলো না চালের পটে গিয়ে দেখি সবমিলিয়ে হয়তো ৪-৫ কেজি চাল হবে তখন আমি পুরোটাই চাল একটা ব্যাগে ঢেলে দিলাম,তারপর ঘরে আটা ছিলো অনেক আমাদের রেশনের আটা থাকে সবসময়।সেখানে থেকে ৫ কেজির একটা প্যাকেট কিছু মসুরের ডাল এবং সাথে ৫'শ টাকা দিয়ে ওনাকে দিয়েছিলাম।পরে আমি পাশের দোকান থেকে ১ কেজি চাল কিনে এনে ভাত রান্না করে খেয়েছিলাম।তবে সেটা অনেক আগের কথা তাই কবে কখন দিয়েছিলাম আমি ভুলেই গেছিলাম!কিন্তু উনি আমাকে সেই দিনের কথাগুলো মনে করিয়ে দিলেন।আমি যদি কাউকে মন থেকে সাহায্য করি সেটা তৎক্ষনাৎ ভুলে যাই!কিন্তু কেউ যদি আমার সাথে চিটিংবাজী করে আমার নিয়ে খেয়ে আমাকেই অপরাধী বানায় সেটা কখনোই ভুলি না।কারণ এরকম বেঈমানদের মনে রাখতে হয়.......
সেদিন সেই মানুষটির সাথে দেখা হওয়ার পর তখন বুঝলাম আমার ভালো কাজগুলো বৃথা যায়নি। হয়তো যাদের জন্য করেছি তারা কষ্ট দিয়েছে,কিন্তু মহাবিশ্ব তা ভুলে যায়নি।আমি ভালো করেছি,খারাপ পেয়েছি,তবু ভালো থাকবো কারণ কর্মফল সময়মতো ফিরেই আসে।
#ThankYouGod 🙏
#ThankYouUniverse🙏 #ThankYouGodForEverything 🙏
OR