মায়ার টানে বারবার ফিরে আসা............💗
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সকল সদস্যগণ,কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি।
আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার।তারই ধারাবাহিকতা বজায় রেখে নতুন একটি পোস্ট আপনাদের সাথে শেয়ার করছি।আশাকরি আমার আজকের পোস্ট টি আপনাদের ভালো লাগবে!
তুমি আমার ভালোবাসা তুমি আমার প্রাণ তুমি আমার বেঁচে থাকার অবলম্বন....!!💗
কয়দিন ধরে মানসিক ভাবে বিপর্যয়ের মধ্যে আছি একে তো নিজের শারীরিক অবস্থা খারাপ ছিলো। গলার অপারেশন তারপর জ্বর আরও বিভিন্নরকমের সমস্যা।তারমধ্যে শনিবার যখন হঠাৎ করেই বড় দাদা বিশেষ হ্যাংআউট এ সবাইকে উপস্থিত থাকতে বলেন, তখনই মনের ভিতর টা কেমন করে উঠলো..!তার কার হলো এর আগেও একদিন হঠাৎ করে হ্যাংআউট এ কমিউনিটি বন্ধের ঘোষণা দিয়েছিলেন সেই কথাটা মনে হতেই বুকের ভিতরটা কেঁপে উঠলো।🥲হ্যাংআউটে জয়েন করলাম এবং সবাই মিলে অপেক্ষার প্রহর গুনতে লাগলাম!কখন বড় দাদা হ্যাংআউট এ জয়েন করবেন এবং কি বলবেন এই কথাগুলো সোনার অপেক্ষায় সবাই অস্থির হয়ে ছিলাম!দাদা তার কাজ সেরে হ্যাংআউটে জয়েন করলেন এবং তার মনের সমস্ত আবেগ অনুভূতি এবং দুঃখ কষ্টের কথাগুলো এক এক করে বলতে শুরু করলেন!তখন আর বুঝতে বাকি রইল না যে দাদা একটা কঠিন সিদ্ধান্ত নিতে চলেছেন..আর এই সিদ্ধান্তটা আমাদের সকলের জন্য মেনে নেওয়া খুবই কষ্টদায়ক হয়ে পড়বে।
একপর্যায়ে দাদা বলেই ফেললেন দাদার শখের কমিউনিটিটা তিনি বন্ধ করতে বাধ্য হচ্ছেন!এই কথাটা শোনার সাথে সাথেই মনে হয় পায়ের নিচে থেকে মাটি সরিয়ে গেলো!দাদার প্রাণের কমিউনিটি থেকে আমরা নতুন একটা জীবন,নতুন পরিবার নতুন নতুন বন্ধু এবং অসংখ্য ভালবাসা পেয়েছিলাম।আর দাদার মতো মহান মানুষের ছায়াতলে থেকে ঘরে শুয়ে-বসে থেকে ইনকাম করার সুযোগ পেয়েছিলাম।আমি যদি আমার নিজের কথায় বলি...আমি কখনোই কল্পনা করিনি যে নিজে কখনো ইনকাম করতে পারবো! অথচ সেই আমিও আমার বাংলা ব্লক থেকে বেশ ভালো টাকা ইনকাম করেছি,যা আমাকে কাছে অকল্পনীয় একটি ব্যাপার ছিলো।আর সবচেয়ে বড় কথা হলো নিজের একটা পরিচিতি তৈরি করেতে পেরেছিলাম,যে কাউকে খুব গর্বের সহিত বলতে পারতাম আমি একজন ভেরিফাইড ব্লগার।এর থেকে বড় পাওয়া আমার কাছে আর কিছুই নেই।
২০২১ সালের পর ২০২২ সালে আমার বাংলা ব্লগ এর মাধ্যমে আমি আবারও নতুন করে বাঁচার স্বপ্ন দেখা শুরু করেছিলাম।আমার প্রথম সময় গুলো আমি নিয়মিত কাজ করেছি এবং অনেক ভালো একটা পর্যায়ে ছিলাম।তারপর সংসার সন্তান বিভিন্ন কারণে কাজ থেকে পিছিয়ে পড়ি আর আমি আমার সমস্যার কথাগুলো রবিবারের আড্ডায় বলেছিলা।কাজ হয়তো নিয়মিত করতাম না কিন্তু হ্যাংআউট কখনোই মিস করতাম না।মাঝে মাঝে পোস্ট করতাম মাঝে মাঝে জেনারেল চ্যাটে কথা বলতাম এভাবেই বেশ ভালো ছিলাম।
কিন্তু হঠাৎ করে কমিউনিটি বন্ধ হওয়ার কথাটা কিছুতেই মেনে নিতে পারছিলাম না।শনিবারের পর থেকে মানসিকভাবে খুবই কষ্টে আছি।যখন ভাবি এক মাস পর আর এই প্রাণের কমিউনিটি টা থাকবে না তখনই মনে হয় আর কাজ করবো না! কি হবে এ-তো মায়ায় জড়িয়ে?তারচেয়ে এই ভালো এখন থেকে সবকিছু বাদ দিয়ে চুপচাপ বসে থাকি তাহলে হয়তো সবকিছু মেনে নিতে সহজ হবে।এগুলো ভাবতে ভাবতেই এই কয়দিন পার করলাম।কিন্তু ঐ যে এটা আমার বেঁচে থাকার অবলম্বন ছিলো তাই চাইলেও একেবারে জীবন থেকে বাদ দিতে পারি না!বারবার ফিরে আসি মায়ার টানে.......🥲
OR