কেশ হলো অর্ধেক বেশ.....😊
হ্যালো বন্ধুরা
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সকল সদস্যগণ,কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি।
আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার।তারই ধারাবাহিকতা বজায় রেখে নতুন একটি পোস্ট শেয়ার করছি আশাকরি আমার আজকের পোস্ট টি আপনাদের ভালো লাগবে।
চুল
নারীর সৌন্দর্যে সবচেয়ে মোহময় অংশ হলো তার চুল।আর আমার কাছে মনে হয় খোলা চুলে এক ধরনের মুক্তি এবং প্রাকৃতিক সৌন্দর্য আছে। এটি মানুষের ব্যক্তিত্বের একটি উজ্জ্বল দিক প্রকাশ করে। খোলা চুলে এক বিশেষ আভা সৃষ্টি হয় যা সবসময় নজর কাড়ে।একটা সময় এতো পরিমাণ চুল ছিলো যে নিজে কখনো চুল আঁচড়াতে পারতাম না।আর কোনোপ্রকার ক্লিপ ব্যান্ড এগুলো চুলে আটকাতো না তাই বাধ্য হয়েই চুল খুলে রাখতে হতো..!!মা মাঝে মাঝে জোর করে ধরে চুলে বিনুনি করে রাবার ব্যান্ড লাগিয়ে দিতো।কিন্তু আমি কিছুক্ষণ যেতে না যেতেই চুল খুলে ফেলতাম।আমার কাছে মনে হতো কাঁধের দুই পাশে দুইটা সাপ ঝুলে আছে....!আর এটা ভাবলেই কেমন জানি খুব ভয়ংকর লাগতো!!!🙄আর এভাবেই চুল খুলে রাখার একটা অভ্যাস তৈরি হয়ে গেলো।
আমার চুলগুলো কার্লি টাইপের ছিলো মাথা ভর্তি কোঁকড়ানো চুল দেখতে মন্দ লাগতো না।বিয়ের পর গ্রামের সব মহিলারা আমার চুল খুলে খুলে দেখতো গ্রামের অনেক সহজসরল মহিলা তারা খুব সরলভাবে আমাকে জিজ্ঞেস করতো বউ এগুলো কি তোমার সত্যিকারের চুল নাকি আলগা চুল???আমি তখন হাসতাম আর বলতাম হাত দিয়ে টেনে দেখেন তাহলেই বুঝতে পারবেন!!অনেকে তো সত্যি সত্যি হাত বুলিয়ে দেখতো...🙂 ব্যাপার গুলো বেশ মজার ছিলো।বিয়ের পর নতুন জায়গা নতুন জল তারপর ঢাকার আবহাওয়া সবকিছুর জন্য কিছু চুল ঝরে পড়ে।তারপরও ২০১২ সাল পর্যন্ত বেশ ভালোই ছিলো...!
২০১৩ সালে আমার ছোট দাদার বিয়ের সময় খুব শখ করে কোঁকড়ানো চুল গুলো স্ট্রেইট করার সিদ্ধান্ত নেই।আর আমার এই কুবুদ্ধিতে আমার দাদা আমাকে বেশি উৎসাহিত করেছিলো!!ও বলেছিলো আমার বিয়ে উপলক্ষে তোর বাজেট এতো টাকা...এ্যামাউন্ট টা উল্লেখ করলাম না...,তবে বেশ বড়সড় ছিলো। ও বলেছিলো তোর মন যা চায় তাই করবি।সেই আনন্দে চুলের সর্বনাশ করতে গেলাম পার্লারে! মাথার বারোটা বাজিয়ে চুলের সর্বনাশ করেই ক্ষ্যান্ত হলাম।অনেক বড় চুল সাথে পরিমাণও বেশি তখন দেখতে কি যে ভালো লাগছিলো তা বলার মতো নয়।☺️চুল স্ট্রেইট করলে বিভিন্ন রকম প্রডাক্ট ব্যবহার করে সেগুলো চুলের জন্য খুবই ক্ষতিকারক।তারমধ্যে অসুস্থতার কারণে অতিরিক্ত ঔষধ খাওয়া সবমিলিয়ে কিছুদিন যেতে না যেতেই মাথা থেকে আপনা-আপনি চুল ঝরে পড়তে লাগলো..!আর একটা সময় গিয়ে তো টাক পড়ার মতো অবস্থা!!তখন বাধ্য হয়েই শখের চুল গুলো কেটে একেবারে ছোট করতে হলো।
তারপর থেকে অনেক গুলো বছর আমার চুল সবসময়ই ছোট থাকতো এই বিষয় টা আমার বর শাশুড়ী একদম পছন্দ করতো না,ওরা খুব রাগ করতো।কিন্তু আমার কাছে কেনো জানি ভালো লাগতো।২০২১ সালে মায়ের অসুস্থতা মৃত্যু সবমিলিয়ে আর চুল কাটার মতো অবস্থা ছিলো না!আর সেই সময়ে চুলগুলো একটু বড় হওয়ার সুযোগ পেলো।এখন মোটামুটি আছে সেগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভয় লাগে!যদি এই কয়টাও পড়ে যায় তাহলে তো সেই বিয়ের সময় যেমন শুনতে হয়েছে আলগা চুল এখন তাহলে তাই করতে হবে...!😃তারপরও শখের তোলা ৮০ টাকা বলে একটা কথা আছে না...!!ভয়ভীতি অতিক্রম করে চুল কালার করার সিদ্ধান্ত নেই অনেক দিনের শখ চুলগুলো রেডওয়াইন🍷 বা ডার্ক চেরি🍒 কালার করবো!!!চুলের সাথে এটাই হবে আমার শেষ যুদ্ধ..... 😄
এরচেয়ে চারগুণ বেশি চুল ছিলো....🥲
খু্ব মিস করি আগের সেই চুলগুলো🥲
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.