ক্ষুধার জ্বালা সবচেয়ে বড় জ্বালা।তা শুধুমাত্র একজন ক্ষুধার্ত ব্যক্তিই বুঝতে পারে।আপু আপনার চিন্তাধারা একদম ঠিক আছে।আপনি ঠিকই বলেছেন এরকম অনেক বাচ্চা আছে তারা অন্যের হয়ে পয়সা ইনকাম করে আবার কেউ নেশার জিনিস কেনার জন্য ধান্দা করে।
দান কখনো অপাত্রে দান করতে নেই।দান করতে গেলে বরং তাতে এগুলোর অমর্যাদাটাই বেশী হয়।তাই আপনি বাচ্চাটাকে খাবার কিনে দিয়ে খুবই ভালো কাজ করেছেন।যদি বাচ্চাটা সত্যিই পেটের জ্বালায় আপনার কাছে সাহায্য চায় তাহলে না জানি বাচ্চাটা বিরিয়ানির প্যাকেট টা পেয়ে কতই না খুশি হয়েছে।আর সেই খুশি আপনার জন্য আশীর্বাদ হয়ে আসবে আপু এটা নিশ্চিত।অনেক সুন্দর করে আপনার চিন্তাধারা গুলো শেয়ার করেছেন আপু তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাই।🙏❤️❤️