সবার উপরে মানব সত্য


scream-6706851_1920.jpg

Source

আমি ব্যক্তিগতভাবেই মনে করি আমরা যে অঞ্চলেই বসবাস করি না কেন সেই অঞ্চলে অবশ্যই হতদরিদ্র মানুষ রয়েছে। এমন কিছু মানুষ রয়েছে যারা দুবেলা দুমুঠো ভাত খেতে পারে না। এসব মানুষদের দেখলে আমার ব্যক্তিগতভাবেই অনেক কষ্ট হয় এবং আমি আমার সাধ্যমত সে সব মানুষদের সাহায্য করার চেষ্টা করি। যদিও এইসব বিষয়গুলো আমি কখনোই কারো সামনে উপস্থাপন করি না, কাকে কতটুকু সাহায্য সহযোগিতা করেছি। কিন্তু আমি মন থেকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি।

তবে বর্তমান আমাদের এই সমাজে এমন কিছু মানুষ রয়েছে যেই মানুষেরা জাত ধর্ম এগুলো দেখে মানুষদের সাহায্য সহযোগিতা করেন। এই বিষয়গুলো কেন জানি আমি কোনভাবেই নিতে পারি না। আমার আমার কাছে এই বিষয়গুলো অনেক বেশি খারাপ লাগে। আপনি একজন হতদরিদ্র মানুষকে সাহায্য করছেন তাই বলে তার ধর্ম বর্ণ এগুলো বিবেচনা করে কি সাহায্য সহযোগিতা করা উচিত? আপনারাই বলেন এই বিষয়টা কেমন ভাবে গ্রহণযোগ্যতা পায়! আমি গত কিছুদিন আগেই নিজস্ব একটি বিষয় দেখেছি তাই আজ এভাবে করে কথাগুলো বলছি।

কোন এক মহান ব্যক্তি একটি কথা বলেছিল সবার উপরে মানব সত্য তাহার উপরে নাই। এই কথাটা কিন্তু এমনি এমনি আসেনি। বরঞ্চ এটাই প্রকৃত সত্য আমরা মানুষ এবং একজন মানুষ আরেকজন মানুষকে সাহায্য সহযোগিতা করবে। এটাই তো হওয়া উচিত। আপনারা কি মনে করেন তা অবশ্যই মন্তব্য জানাবেন আজকের মত এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে।

ABB.gif

Sort:  

चलो हम एक-दूसरे का समर्थन और सहयोग करें। हमारी ताकत हमारी एकता में है। छोटी मदद भी बड़ा बदलाव ला सकती है। साथ मिलकर हम कठिनाइयों को पार कर सकते हैं। आपके साथ खड़े रहेंगे, हमेशा। एकजुटता ही सफलता की कुंजी है।