সেই পুরনো দিনের গান!


grades-2673220_1920.jpg

Source

বর্তমানে গান শুনেন না এমন ব্যক্তি অনেক কম খুঁজে পাওয়া যাবে। তবে আমাদের কিছু অতীতের পুরনো স্মৃতি রয়েছে যে স্মৃতিগুলো মাঝেমধ্যে মনে পড়লে অনেকটা ভালো অনুভূতি হয়। অনেকটা এমন অনুভূতি হয় যেন আমরা যদি সেই জায়গায় ফিরে যেতে পারতাম তাহলে কতই না মধুর হতো। আগে হয়তো এরকম মোবাইল ফোন ছিল না তখন রেডিও এমপিথ্রি মতো কিছু প্লেয়ার ছিল যাতে ক্যাসেট ঢুকিয়ে গান শুনতে হতো। সেসব গানগুলো যখন মাঝেমধ্যেই টাইমলাইনে চলে আসে তখন শুনতে বেশ ভালোই লাগে।

পুরনো দিনের গানের একটু বড় বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্যটা বর্তমানে গানে খুব বেশি একটা দেখতে পাওয়া যায় না। বর্তমান গানগুলো অশ্লীলতায় ভরপুরা এবং এখানে গানগুলো হয়তো মাঝে মধ্যে আমরা পরিবারের সাথে বসে শুনতে পারি না কিংবা দেখতে পারি না। কিন্তু পুরনো দিনের বিষয়গুলো ছিল সম্পূর্ণ ভিন্ন আমরা সপরিবারে বসে একসাথে টিভি দেখতাম, সিনেমা দেখতাম গান শুনতাম কিন্তু বর্তমানে পরিবর্তন হয়ে গেছে।

মাঝেমধ্যে যখন সেই পুরনো দিনের গানগুলো ইউটিউবে কিংবা ফেসবুকের টাইমলাইনে চলে আসে। মাঝেমধ্যে সবকিছু কাজ বাদ দিয়ে সেই গানগুলো শোনার চেষ্টা করি এবং ডুবে যায় সেই সোনালী অতীতের সময়গুলোতে, আহা কতই না ভালো ছিল সে সময় গুলো এবং কতটাই না ইনজয় করতাম সেই দিনগুলোতে। তখন হয়তো টেকনোলজি এত এডভান্স ছিল না তবে ভালোবাসায় সম্পূর্ণ পরিবেশটা ভরপুর ছিল, ধন্যবাদ।

ABB.gif

Sort:  

বর্তমানে শবাই গান শুনেই গান একটি নিশা হৈছে