সোশ্যাল মিডিয়ায় আয় বাস্তবতা কতটা, স্বপ্ন কতটা?


monetize-6894846_1920.png

Source

বর্তমানে যারা আমরা এই প্লাটফর্মে কাজ করছি, আমরা সকলেই কিন্তু অনলাইনে আয় করা যায় এই বিষয়ে বাস্তববাদী শিক্ষা গ্রহণ করেছি এবং এটা আমরা বাস্তবে প্রমাণিত করতে পেরেছি, যে অনলাইন থেকেও ইনকাম করা সম্ভব, যদি সেটা স্মার্টলি হয় তাহলে। আমরা যেমন ব্লগিং সেক্টরে ব্লগিং করে কিন্তু ইনকাম করি এছাড়াও আরো অনেকগুলো সেক্টর রয়েছে যেখানে আমরা অনলাইন থেকে ইনকাম করতে পারব। এছাড়াও বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে ফ্রিল্যান্সার ডটকম এছাড়া ফাইবার এসব প্লাটফর্মে আমরা নিজস্ব স্কিল কাজে লাগিয়ে অনলাইন থেকে ইনকাম করতে পারব।

যেহেতু স্টিমিট একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সেহেতু এখান থেকে আয় করাটা অনেকটা সহজ একটি বিষয় এবং বর্তমানে এখানে আয় করার জন্য অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে। যার মধ্যে একটি হচ্ছে পুশ বার্ন করে স্টিমিট আর্ন করা। যেখানে আপনি অনেক অল্প পুঁশ বার্ন করে আর্ন করতে পারবেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এর পরিভাষায় পরিবর্তন হতে যাচ্ছে, যদি এটা সহজেই আপনারা বুঝতে পারেন এবং এর মাধ্যমে যে কতটা বেনিফিটেড হওয়া সম্ভব এটা হয়তো বর্তমানে বুঝতে না পারলেও অদূর ভবিষ্যতে এটা একটি ট্রেনডিং এর মধ্যে চলে আসবে।

বর্তমানে আমাদের মত ছোটখাট এবং গরিব দেশে এই অনলাইনে ইনকাম করা অনেকটা স্বপ্নের মত। কিছু কিছু বিষয়গুলো এতটাই জটিল হয়ে যায় যেগুলো আসলে সাধারণ ভাষায় ব্যক্ত করাটাও অনেকটা বিষাক্ত বিষয়। তার মধ্যেও রয়েছে বিভিন্ন ধরনের অনলাইন জুয়া এবং বিভিন্ন ধরনের স্কাম, যার জন্য কোনটা সঠিক প্ল্যাটফর্ম, কোনটা ভালো প্ল্যাটফর্ম এটা খুঁজে উঠতে পারে না সাধারণ মানুষ। আপনারা কি মনে করেন তা অবশ্যই মন্তব্য জানাবেন ধন্যবাদ সকলকে।

ABB.gif