গরিব মানুষকে ঘৃণা করতে নেই।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে গরিব মানুষ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
এই পৃথিবীতে যারা ধনী গরিব এর মধ্যে পার্থক্য সৃষ্টি করতে চায় তারা কখনো মানুষের মত মানুষ হতে পারে না। আসলে এই ধরনের মানুষের মন মানসিকতা সবসময় অনেকটা খারাপ প্রকৃতির হয়। কিছু কিছু মানুষ আমাদের সমাজে বসবাস করে যারা কখনো গরিব মানুষকে সহ্য করতে পারে না এবং চেষ্টা করে কি করে এই গরিব মানুষগুলোকে নিচের দিকে চাপিয়ে রাখা যায়। আসলে পৃথিবীতে সবাই কিন্তু কখনো সমান নয়। কিন্তু একটা জিনিস আমাদের চারিপাশে দেখতে পাই যে এই সকল মানুষদের মধ্যে ভালো মানুষ অপেক্ষা খারাপ মানুষের সংখ্যা অনেক বেশি। এছাড়াও বেশিরভাগ গরিব শ্রেণীর লোক সবসময় এইসব লোকেদের কাছ থেকে বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচারের শিকার হয়ে থাকে।
একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে ধনী মানুষের যতটুকু অধিকার রয়েছে ঠিক ততটুকু অধিকার কিন্তু গরিব মানুষের রয়েছে। অর্থাৎ সুযোগ সুবিধার ক্ষেত্রে আমার মনে হয় যে ধনী লোক অপেক্ষা গরিব লোকদের একটু বেশি দেখা প্রয়োজন। কেননা আমরা যদি গরিব লোককে সঠিক দিকে এগিয়ে নিয়ে আসার চেষ্টা না করে এবং তাদেরকে সবসময় নিচের দিকে চেপে রাখার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা আমাদের দেশকে কখনো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। যে দেশে গরিব লোকের সংখ্যা যত বেশি সেই দেশ কিন্তু সবসময় উন্নত দেশ অপেক্ষা পিছিয়ে থাকে এবং প্রতিটা ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে। যার ফলে সব সময় দেশের ক্ষতি হয়।
তাইতো গরিব মানুষকে যারা ঘৃণা করে তারা কখনো মানুষের প্রকৃত বন্ধু হতে পারেনা। একটা জিনিস আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে আপনি যদি গরিব মানুষের সেবা করতে পারেন এবং গরিব মানুষের পাশে সবসময় দাঁড়াতে পারেন তাহলে কিন্তু এই মানুষগুলো আপনাকে সবসময় স্নেহ এবং শ্রদ্ধা করবে এবং আপনার জন্য তারা যে কোন কিছু করতে প্রস্তুত থাকবে। আসলে অনেকে মনে করে যে গরিব মানুষের কোন প্রয়োজন নেই। কিন্তু আমার কাছে মনে হয় যে এই কথাটি সম্পূর্ণ ভুল। আপনার জীবনে বড় হওয়ার পিছনে কিন্তু এই গরিব মানুষের যথেষ্ট অবদান রয়েছে। আর যারা মানুষকে গরিব বলে মনে করে তাদেরকে ঘৃণা করে তারা মনে হয় যেন পশুর থেকেও অধম ব্যক্তি।
এজন্য সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি আমাদের দেশের গরিব মানুষের পাশে দাঁড়াতে পারি এবং তাদের সাহায্য করে তাদের এই অবস্থান থেকে ভালো একটা অবস্থানে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু এই মানুষগুলো আমাদেরকে মন থেকে ভালবাসবে এবং তারা সবসময় চেষ্টা করবে কি করে আরো বেশি উন্নতি করা যায়। এজন্য সমাজের যারা ধনী-প্রকৃতি লোক তারা সবাই মিলে যদি একটু একটু সাহায্য করে গরিব মানুষদের সাহায্য করে তাহলে কিন্তু এই গরীব মানুষের এই অবস্থার পরিবর্তন হতে পারে এবং এর মাধ্যমে তারা জীবন অবশ্যই মানুষের মত মানুষ হতে পারবে এবং একদিন তারা চেষ্টার ফলে উঁচু স্থানে অবস্থান করতে পারবে। তাইতো গরিব মানুষকে ঘৃণা করে তাদের পাশে দাঁড়ানো আমাদের সবার উচিত।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
@darklights, this is a powerful and important post! Your reflection on the divide between rich and poor, and the call for empathy and support, resonates deeply. It's so true that a society's progress is intrinsically linked to the well-being of its most vulnerable members. The message that everyone deserves dignity and opportunity is timeless and universal. Thank you for using your voice on Steemit to highlight this critical issue and encourage compassion. I especially appreciate the point about the often overlooked contributions of the poor to the lives of the rich. This kind of perspective is crucial for building a more just and equitable world. What practical steps do you think individuals can take to help bridge the gap between the rich and the poor in their communities? I'm sure many would love to hear your thoughts!