মাদ্রিদের জয়!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
ফুটবলের এখন বিরতি চলছে। তবে এই সময়ের ফিফা আয়োজন করেছে ক্লাব বিশ্বকাপ। আর এই ক্লাব বিশ্বকাপে শুরু হয়ে গিয়েছে নকআউট স্টেজ এর খেলা। গ্রুপ পর্বে ম্যাচগুলো শেষে শুরু হয় দ্বিতীয় রাউন্ডের খেলা। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে গতকাল রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ছিল ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। যদিও জুভেন্টাস ঐরকম শক্তিশালী প্রতিপক্ষ কোনভাবেই না। তারপরও একটা শঙ্কা থেকেই যায়। ম্যাচটা ছিল বাংলাদেশ সময় রাত ১ টাই। আলোনসো আসার পরে রিয়াল নতুন ধারায় খেলা শুরু করেছে। গতকাল রিয়াল খেলেছে ৩ ম্যান ব্যাক নিয়ে যেটা একটু ঝুকিপূর্ণ ফর্মেশন। ৩-৪-৩ ফর্মেশনে মাঠে নামে মাদ্রিদ। অন্য দিকে জুভেন্টাসের ফর্মেশন ছিল ৩-৪-২-১।
ম্যাচের শুরু থেকেই রিয়াল মাদ্রিদ নিজেদের মধ্যে বল দিয়ে খেলার চেষ্টা করছিল। কিন্তু জুভেন্টাসের খেলোয়ার সব তাদের অর্ধে থেকে ডিফেন্স করছিল। ফলাফল খুব একটা সুবিধা করতে পারেনি মাদ্রিদ। উল্টা কালো মোয়ানি জুভেন্টাসের হয়ে দারুণ এক সুযোগ পেয়ে যায় যেখানে গোলকিপারের সাথে ১-১ পজিশনে ছিল সে। কিন্তু সে বলটা উপর দিয়ে মারে। এরপর রিয়াল মাদ্রিদ বেশ কিছু সুযোগ তৈরি করে। উল্লেখযোগ্য ফেদে ভালভার্দে দূর থেকে বেশ দারুণ কিছু শর্ট নেয়। কিন্তু সেটাই লাভ হয়নি। জুভেন্টাস গোলকিপার সেগুলো সব সেভ দিয়ে দেয়। জুড বেলিংহাম এর সুযোগ তৈরি করেছিল কিন্তু সেটাও সেভ দিয়ে দেয় জুভেন্টাস ডিফেন্ডার রা।
মাদ্রিদের আক্রমনের ফাঁকে জুভেন্টাস বেশ আক্রমণ করেছিল। কিন্তু কর্তোয়ার দারুণ সব সেভে গোল খাইনি রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে কোন গোল হয়নি। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে নিজেদের খেলার বেশ পরিবর্তন করে ফেলে রিয়াল মাদ্রিদ। তারা আগের থেকে আর বেশি গুছিয়ে আক্রমনে যাচ্ছিল। ফলাফল ম্যাচের শুরুতেই দারুণ কিছু সুযোগ তৈরি করে। এবং ম্যাচের মিনিটি আর্নল্ড এর অ্যাসিস্টে হেডে দারুণ এক গোল করে তরুণ গঞ্জালো গার্সিয়া। এই টুর্নামেন্টে এটা তার তৃতীয় গোল । গার্সিয়ার গোলে ১-০ তে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। মাদ্রিদ এগিয়ে যাওয়ার পরে জুভেন্টাস ঐভাবে আক্রমণ করার আর সুযোগ পাইনি। রিয়াল মাদ্রিদ খেলোয়ার রা খেলাটা ধীর করে দেয়।
মাদ্রিদ খেলোয়ার রা নিজেদের মধ্যে অতিরিক্ত পাস খেলছিল। ম্যাচের শেষের দিকে জুভেন্টাস কিছু সুযোগ তৈরি করলেও কর্তোয়ার কাছে হার মানতে হয়। ম্যাচে আর কোন গোল না হলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করে। এবং কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ জার্মান জায়ান্ট বরুশিয়া ডটমুন্ড। ডটমুন্ডের কাছে জেতা কঠিন হবে না। তবে সেমিফাইনালে গিয়ে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হবে ইউরোপের সবচাইতে শক্তিশালী দল পিএসজি না হলে বায়ার্ন মিউনিখ।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
https://x.com/Emon423/status/1940335278536970331?t=KwxLl-kcN0Z3nT7AMlocew&s=19
https://x.com/Emon423/status/1940335452097216515?t=GW8j7elRuqPm1TKUOzJMPg&s=19
https://x.com/Emon423/status/1940335636000698697?t=6RU85s4u69nl55Y8LwtCCQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.