অপেক্ষা!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
পৃথিবীর সবচাইতে সুন্দর এবং সবচাইতে কঠিন জিনিসটার নাম সম্ভবত অপেক্ষা। অপেক্ষা কখনও কখনও আপনাকে আনন্দ দেবে। কোন একটা বিশেষ মূহূর্ত অথবা কোন একটা কাঙ্ক্ষিত মানুষের জন্য অপেক্ষা করার মধ্যে রয়েছে এক অসাধারণ আনন্দ। সেই অপেক্ষা করতে আপনি পছন্দ করবেন এটাই স্বাভাবিক। সেই অপেক্ষার প্রতিটা মূহূর্তের মধ্যে থাকবে এক অসাধারণ অনূভুতি। তবে একসময় গিয়ে সেই অপেক্ষা পরিণত হবে বিষাদে। অর্থাৎ আপনার আর অপেক্ষা করতেও ভালো লাগবে না। আপনি তখন সবকিছুই দ্রুত চাইবেন। কিন্তু সেই দ্রুত চাওয়ার মাঝে থাকবে একটা অস্থিরতা। আর অস্থিরতা সবসময় ভালো জিনিসের ছন্দপতন করে থাকে।
একটা মানুষের জন্য ঠিক কতগুলো দিন অপেক্ষা করা যায়?? অথবাথবা আপনি নিজের পছন্দের জিনিসটার জন্য ঠিক কতদিন অপেক্ষা করতে পারবেন বলে আপনি মনে করেন। সত্যি বলতে আমার ধারণা নেই আমি আমার পছন্দের মানুষের জন্য আর কতদিন অপেক্ষা করতে পারব। তবে আমি জানি এই অপেক্ষার প্রহর এত দ্রুত শেষ হবে না। আমার পছন্দের একটা জিনিস দিয়েই শুরু করি। একটা সময় আমার একটা ল্যাপটপের খুব ইচ্ছা ছিল। আমার নিজস্ব একটা ল্যাপটপ থাকবে। তবে আমার পরিবার থেকে সেটা পাওয়ার আশা ছিল না কখনোই। সেই ল্যাপটপ আমি কিনেছিলাম আমার নিজের আয় করা টাকা দিয়ে। হ্যা তার জন্য আমাকে অপেক্ষা করতে হয়েছিল প্রায় ৬ বছর। যেদিন আমি আমার সেই কাঙ্ক্ষিত জিনিসটা হাতে পেলাম অনূভুতি টা অন্যরকম ছিল। অপেক্ষা টা পরিণত হয়েছিল সুন্দর একটা মূহূর্তে।
আরেক টা বিশেষ অপেক্ষার কথা বলি। আমার সেই পছন্দের মানুষ টা। চলে গিয়েও আবার ফিরে যখন এসেছিল তখন আমি সরাসরি না বলে ফিরিয়ে দিতে পারিনি। তার দিক থেকে এক আকুল আবেদন এসে জমা পড়ে। সে আমার সাথে দেখা করতে চাই যত দ্রুত সম্ভব। যথারীতি ঈদের সময় দেখা করব এমন পরিকল্পনা করেছিলাম দুজন। কিন্তু ঈদের কয়েকমাস আগে থেকে আবার যোগাযোগ বন্ধ। অর্থাৎ দীর্ঘ এক বছর পরে আমাদের দেখা হওয়ার যে সম্ভাবনা টা ছিল সেটা আর পূরণ হয়নি। কী আর করার আমার অপেক্ষার প্রহর দীর্ঘ হয়। আমি ঐ মানুষ টাকে এখনও অনেক মিস করি। তবে তাকে আর বুঝতে দেয়না। আবার আগের মতো নিজের অনূভুতি তার কাছে প্রকাশও করি না।
তার সাথে দেখা হওয়ার অপেক্ষায় আমি নিজেও আছি। শেষ যখন ওর সাথে দেখা হয়েছিল সেটার প্রায় ১ বছর ৩ মাস হয়ে গিয়েছে। এখন প্রায়ই মনে হয় ও কী আগের মতোই দেখতে আছে নাকী ওর মধ্যে পরিবর্তন হয়েছে। ওর হাসির রেখা কী আগের মতোই রয়েছে নাকী সেটার ব্যপ্তি ঘটেছে। এই অপেক্ষা যতটা যন্ত্রণার ঠিক ততটাই আনন্দের। আমি তার সাথে দেখা করার জন্য উদগ্রিব। কিন্তু এখন আর আমি তাড়াতাড়ি করতে রাজি না। সময় এভাবেই যাক। একদিন না একদিন এই অপেক্ষার প্রহর শেষ হবে। সৃষ্টিকর্তা হয়তো আমাদের এমন একদিন দেখা করাবেন যেদিন স্মরণীয় হয়ে থাকবে। এখন এই অপেক্ষা টা আমার কাছে বেশ দারুণ লাগে। আমি রীতিমতো অপেক্ষা করতে শুরু করেছি। আমি নিজেও এটা দেখতে চাই তার সাথে দেখা করার জন্য ঠিক আর কতদিন অপেক্ষা করতে হবে আমাকে।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
https://x.com/Emon423/status/1947217527559635055?t=Bfbg71A4XtQjiG6Ky8uZDQ&s=19
https://x.com/Emon423/status/1947217730840809622?t=kYH2dyrPB5J6xfozF6aKSw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
Congratulations @emon42, your post was upvoted by @supportive.