কবিতা আবৃত্তি ( শূন্যের ভেতরে ঢেউ - শঙ্খ ঘোষ )!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
মানুষের সবচাইতে বড় ভাষা তার অনূভুতি। মানুষ মুখ দিয়ে সব কথা বল না কখনও বলা সম্ভবও হয় না। কিন্তু মানুষের অনূভুতি সবকিছু প্রকাশ করে একেবারে সহজ সরলভাবে। তবে এই অনূভুতি সবাই বুঝতে পারে না একেবারেই । এই অনূভুতি বুঝতে হলে মানুষের ভেতরে যেতে হয়। মানুষ কে খুব ভালোভাবে পড়তে হয়। মানুষ টাকে প্রচণ্ড ভালোবাসতে হয়। একটা জীবনে এমন মানুষের সংখ্যা থাকে খুবই সীমিত যাদের অনূভুতি আমরা পড়তে পারি যাদের কথা আমরা বুঝতে পারি। কারণ আমরা তাদের প্রচণ্ড ভালোবাসি। তাদের না বলা কথাও আমাদের কাছে ধরা দেয় সহজেই। কিন্তু কারো কারো ক্ষেত্রে তো বলে দিলেও কোন লাভ হয় না। যাইহোক আজকের কবিতার মূল বিষয়বস্তু অনেক টা এইরকম। আজ আমি শঙ্খ ঘোষের একটা কবিতা আবৃত্তি আপনাদের সাথে শেয়ার করে নেব। আশাকরি ভালো লাগবে আপনাদের।
- শূণ্যের ভেতরে ঢেউ
- শঙ্খ ঘোষ
বলিনি কখনো?
আমি তো ভেবেছি বলা হয়ে গেছে কবে।
এভাবে নিথর এসে দাঁড়ানো তোমার সামনে
সেই এক বলা
কেননা নীরব এই শরীরের চেয়ে আরো বড়ো
কোনো ভাষা নেই
কেননা শরীর তার দেহহীন উত্থানে জেগে
যতদূর মুছে নিতে জানে
দীর্ঘ চরাচর
তার চেয়ে আর কোনো দীর্ঘতর যবনিকা নেই।
কেননা পড়ন্ত ফুল, চিতার রুপালি ছাই, ধাবমান শেষ ট্রাম
সকলেই চেয়েছে আশ্রয়
সেকথা বলিনি? তবে কী ভাবে তাকাল এতদিন
জলের কিনারে নিচু জবা?
শূন্যতাই জানো শুধু? শূন্যের ভিতরে এত ঢেউ আছে
সেকথা জানো না?
কবিতা আবৃত্তি
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে একটি কবিতা আবৃত্তি করেছেন। আপনার কন্ঠে এত সুন্দর একটি কবিতা আবৃত্তি শুনে বেশ ভালো লাগলো আমার কাছে। কবিতার লাইনগুলো একদম সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আবৃত্তি আমাদের কে উপহার দেওয়ার জন্য।