রিয়াল মাদ্রিদের জয়!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
লীগের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় ম্যাচে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ছিল রিয়াল ওবেইদো। রিয়াল মাদ্রিদ গতম্যাচ টা জিতলেও খেলা দেখে একেবারেই প্রশান্তি পাইনি। কারণ গতম্যাচে রিয়াল মাদ্রিদ সেই ধরাবাঁধা ফুটবল টা খেলেছে। তারা রিয়াল মাদ্রিদের মতো খেলতে পারেনি। দ্বিতীয় ম্যাচে মাদ্রিদ কোচ আলোনচো বলতে গেলে কিছু আত্মঘাতী সিদ্ধান্ত নেয়। এবং সেটা পুরোপুরি কাজ করেছে বলা যায় । ভিনিকে শুরুর একাদশে রাখেনি কোচ। তার পরিবর্তে মাঠে নেমেছিল রদ্রিগো। অন্য দিকে তরুন মাস্তুয়ানো দ্বিতীয় ম্যাচেই শুরুর একাদশে জায়গা করে নিয়েছে। এই ম্যাচটা ছিল বাংলাদেশ সময় রাত দেড় টার সময়। রিয়াল মাদ্রিদের ফর্মেশন ছিল ৪-৩-৩। ডিফেন্স মিলিটাও এর জায়গাই ছিল রুডিগের। এবং আর্নল্ড জায়গাই নেমেছিল কার্ভাহাল।
খেলার শুরু থেকেই রিয়াল মাদ্রিদ একটা গতিশীল ফুটবল খেলতে থাকে। অর্থাৎ গত ম্যাচের সম্পূর্ণ বিপরীত ফুটবল টা খেলতে থাকে তারা। একের পর এক আক্রমণ একের পর এক দারুণ সব বল প্লেয়িং। সবমিলিয়ে চমক দেখাতে শুরু করে তারা। অনেক দিন পর রদ্রিগো শুরু করে বেশ দারুণ কিছু শর্ট নেয়। কিন্তু সেগুলো গোলরক্ষক সেভ দিয়ে দেয়। ফলে কোন গোল হয়নি তার পা থেকে। তবে মাঝে মাঝে দুই একটা ভালো অ্যাটাক রিয়াল ওবেইদা করছিল। কিন্তু সেরকম কোন লাভ হচ্ছিল না। ম্যাচের তখন ৩৮ তম মিনিটের খেলা চলছে। আর্দা গুলারের অ্যাসিস্টে দারুণ এক গোল করে কিলিয়ান এমবাপ্পে। ০-১ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে আর কোন গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ঠিক আগের মতোই শুরু করে রিয়াল মাদ্রিদ।
ম্যাচের তখন ৬৩ মিনিট। রদ্রিগো এবং মাস্তুয়ানো কে তুলে নেয় শাবি আলোনচো। মাঠে নামে ভিনিসিয়াস এবং ব্রাহিম দিয়াজ। ভিনি মাঠে নামার পর থেকেই দারুণ কিছুর আভাস দিচ্ছিল। এবং সেটা সে করে দেখাতে খুব বেশি সময় নেয়নি। ম্যাচের ৮৪ মিনিটের সময় প্রতিপক্ষের থেকে বল নিয়ে নেয় ভিনিসিয়াস। তবে ভিনিসিয়াস বলটা বাড়িয়ে দেয় এমবাপ্পের দিকে। এমবাপ্পে ম্যাচে তার দ্বিতীয় গোল করে। ০-২ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের তখন অতিরিক্ত সময়ের খেলা চলছে। ৯৩ তম মিনিটে ব্রাহিম দিয়াজের অ্যাসিস্টে সুন্দর একটা ফিনিশিং এ গোল করে ভিনিসিয়াস জুনিয়র। বলতে গেলে বেশ অনেক গুলো ম্যাচ পরে ভিনিসিয়াস অ্যাওয়ে ম্যাচে গোল করেছে।
ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ পুরোপুরি ০-৩ গোলের জয় নিয়ে মাঠে ছাড়ে। তবে সবচাইতে বড় কথা রিয়াল মাদ্রিদ দারুণ ফুটবল খেলেছে। খুব দ্রুত বল সুইচ করেছে। খেলোয়ার টু খেলোয়ার দারুণ বোঝাপড়া দেখা গেছে। সবার পারফরম্যান্স ছিল ভালো। পুরো ম্যাচে ৬৫% বল দখলে রেখে ২৬ টা শর্ট করেছে। যার মধ্যে পুরো ১০ টা শর্ট নিয়ে অন টার্গেট। আশাকরি শাবি দলটাকে আরও গুছিয়ে তুলবে। তাহলে এই সিজেনে বেশ ভালো কিছু দেখতে পারি রিয়াল মাদ্রিদের থেকে। যদিও সেটা এখন পুরোপুরি সময়সাপেক্ষ ব্যাপার। তবে এমন ফুটবল টাই আশা করব রিয়াল মাদ্রিদের থেকে।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
https://x.com/Emon423/status/1959896157372719512?t=QwYBQhvoikzPuPM5I9EiOw&s=19
https://x.com/Emon423/status/1959896334963773695?t=urp9Xi6aXUELMb3DX-Yevw&s=19
https://x.com/Emon423/status/1959896621908709592?t=njSrxyG7T4yAmv8SxdQqyw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.