ভোগান্তি!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
একটা সময় ছিল যখন বৃষ্টি টা আমি খুবই উপভোগ করতাম। বিশেষ করে এই বর্ষার বৃষ্টি টা। সারাদিন আকাশ মেঘলা থাকতো কখনও ঝিরিঝিরি আবার কখনও মুষলধারে বৃষ্টি। কোন কাজ থাকত না বাড়িতে শুয়ে বসে থাকতাম। কখনও কখনও বন্ধুদের সাথে বৃষ্টিতে ফুটবল। আর বৃষ্টি হলেই আমার মায়ের কাছে সেই বায়না আমার পছন্দের খাবার তৈরি করতে হবে। মা সেটা করে দিত। বৃষ্টি হলেই খিচুড়ি তার সাথে ভর্তা এবং বেগুন অথবা ডিম ভাজি। কখনও কখনও ইলিশ মাছও থাকতো। আহ কী চমৎকার ছিল সেই দিনগুলো। তখন বৃষ্টি আমার বেশ দারুণ লাগতো। বৃষ্টির মধ্যে আমাদের ছোট্ট গ্রাম টার সৌন্দর্য বেড়ে যেত বহুগুণে। পাশাপাশি আমাদের গ্রামের ছোট্ট মাঠে পানি হয়ে যেত। সেই পানিতে ছোট মাছ পাওয়া যেত।
কিন্তু সেগুলো ছিল সবই স্বল্প সময়ের জন্য। জীবনটা ঐরকম ভাবে কেটে গেলেও খারাপ হতো না। কিন্তু এখন বৃষ্টি হলেই কিছুটা ভয় হয়। আপনারা জিজ্ঞেস করতে পারেন কিসের ভয়। প্রথম ভয় যাতায়াত। আমি এখন যেখানে থাকে একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। আর তখন হেঁটে যাওয়ার অবস্থা একেবারেই থাকে না। তার উপর এখনকার সব রিক্সাওয়ালার যে অবস্থা বললে বিশ্বাস করবেন তারা ভাড়া কয়েকগুণ বাড়িয়ে দেয়। তাদের সাথে তো কথায় বলা যায় না। এই যাতায়াতে আমার সবচাইতে বেশি অসুবিধা হয়। এই যে গতকাল রাত থেকেই বৃষ্টি। সকালে উঠেই দেখি রাস্তায় পানি জমে গিয়েছে। সঙ্গে সঙ্গে মনে মনে এই এলাকার জনপ্রতিনিধিদের গালাগাল দিলাম। এগুলো কী তারা চোখে দেখে না?? চোখে দেখলে কোন কাজ কেন করে না? সেসব আর না বলি।
আজ সকালেই বৃষ্টির মধ্যে ৫ মিনিটের হাঁটা রাস্তা ৩০ মিনিটের পথ ঘুরে এসেছি। অন্য সময় যেখানে রিক্সা ভাড়া ২০ টাকা নেয় আজ সেখানে সে দাবি করল ৫০ টাকা। রিক্সাওয়ালাকে আর কিছু বললাম না। নিজের উপর নিজেই বিরক্ত হয়ে ফিরে চলে আসলাম। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে। পাশ দিয়ে একটা বড় ট্রাক এমনভাবে গেল রাস্তার পানি সব আমার শরীরে। তখন একবার চিন্তা করেন ঠিক কেমন টা লাগে। এটা তো গেল শুধুমাত্র একটা দিক। আরেকটা বড় ভোগান্তি হলো আমার জব ক্ষেএে। রৌদ্দজ্জল দিন আমাদের কাছে ভালো। কারণ এমন দিনে সিস্টেমে ঝামেলা কম হয় উৎপাদন ঠিকঠাক থাকে এবং বিদ্যুৎ সরবরাহ চালু থাকে। কিন্তু ঝামেলা হয় বৃষ্টির দিনে।
বৃষ্টির দিনে ইলেকট্রিক লাইনে জটিলতা কিছুটা বেশি দেখা দেয়। এবং যখন দেখা দেয় তখন বৃষ্টি উপেক্ষা করেই আমাদের কাজ করতে হয়। কারণ এখানে একটা মিনিটের মূল্য অনেক। না জানি আজ সারাদিনে কতটা ঝামেলায় ঠিক পড়তে হবে। এখন বৃষ্টি দেখলে যতটা না আনন্দ হয় তার চেয়েও বেশি টেনশন হয়। বৃষ্টি টা এখন আর উপভোগ করতে একেবারেই পারি না। এখন বৃষ্টি টা ভোগান্তি নিয়ে আসে জীবনে। যদি কোন দেশের সিস্টেম ঠিক না থাকে তাহলে আপনি অনুধাবন করবেন সেই দেশে বসবাস করা একটা পাপ। প্রথমত সিস্টেম ঠিক নেই এবং তার উপর সীমাহীন দূর্নীতি। এগুলো আমাদের জীবনে আরও বেশি ভোগান্তির সৃষ্টি করছে। সেই দিনগুলো আর নেই। যখন বৃষ্টি মানেই কাল আর স্কুল যাওয়া লাগবে না এটা ভেবেই আনন্দ হতো। এখন ভয় হয় না জানি কাল কী ভোগান্তিতে পড়তে হয়।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
https://x.com/Emon423/status/1972199553681244274?t=CBNUeIqB5Yumb6w-sRndWQ&s=19
https://x.com/Emon423/status/1972199870430941451?t=zUFgUT3vby051yWQbYlmDQ&s=19