মাঠে ফিরেছে ফুটবল!!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
শনিবার থেকে শুরু হয়েছে ২০২৫-২৬ মৌসুম। প্রায় দুই মাস পর আবার মাঠে ফিরেছে ক্লাব ফুটবল। সত্যি বলতে এই দুইমাস আমি নিজে বেশ অসহায় ছিলাম। এতদিন ফুটবল নেই ব্যাপার টা বেশ বেমানান ছিল। কোনভাবেই সময় যেন কাটছিল না হা হা। এই সপ্তাহে সবমিলিয়ে প্রায় সব বড়দল মাঠে নামলেও এখন পযর্ন্ত রিয়াল মাদ্রিদ মাঠে নামে নাই। রিয়াল মাদ্রিদের খেলা আগামী ২০ তারিখে। তবে গতকাল ইংলিশ প্রিমিয়ার লীগ এবং লা লীগার কয়েকটা ম্যাচের দিকে একটু নজর রেখেছিলাম। প্রথমেই বলি ইংলিশ প্রিমিয়ার লীগের কথা। ইংলিশ প্রিমিয়ার লীগের গতকাল সবচাইতে বড় চমক দেখিয়েছে টটেনহ্যাম এর রিচার্লিসন। গত সিজেনে লীগে সর্বমোট ৪ টা গোল করেছিল রিচার্লিসন। কিন্তু এই সিজেনের প্রথম ম্যাচেই সে জোড়া গোল করেছে।
তবে জোড়া গোল এর চেয়েও বড় একটা ব্যাপার ছিল তার অসাধারণ একটা ফিনিশিং। ম্যাচের ৬০ মিনিটের সময় দারুণ একটা ব্যাক ভলিতে গোল করে রিচার্লিসন। এবং ঐ গোলের পর সবাই স্মরণ করতে থাকে রিচার্লিসনের করা ২০২২ ফিফা বিশ্বকাপের গোলকে। একটা যেন আরেকটার পূণরাবৃওি। যাইহোক এরপরে আসি ম্যানসিটির কথায়। গত সিজেনে ম্যান সিটি লীগ জিততে পারেনি। এবং বলতে হয় সেরকম কোন শিরোপা ছাড়াই তাদের মৌসুম টা শেষ হয়। গতকাল ম্যানসিটির খেলা ছিল। আরলিং হ্যালান্ডের জোড়া গোলে পুরো ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি। যাকে বলে একেবারে পারফেক্ট সূচনা। এমন শুরুর প্রত্যাশা তো সবাই করে।
এবার লা লীগায় আসি। লা লীগায় কথা বলার মতো শুধু ছিল বার্সেলোনার ম্যাচ। গত সিজেন বেশ দারুণ কাটিয়েছে বার্সেলোনা । গত সিজেন যেখানে শেষ করেছিল এই সিজেন যেন সেখান থেকেই শুরু করল বার্সেলোনা। প্রথম ম্যাচে পুরোপুরি ৩-০ গোলে তারা ম্যাচ জিতেছে। ম্যাচের প্রথম থেকেই যথারীতি আধিপত্য বিস্তার করতে থাকে। লামিন ইয়ামালের অ্যাসিস্টে প্রথম গোল করে রাফিনহা। দ্বিতীয় গোল আসে ফেরান টরেস এর পা থেকে। এবং ম্যাচের একেবারে শেষ মূহূর্তে দারুণ এক গোল করে লামিন ইয়ামাল। সবমিলিয়ে বেশ দারুণ ছিল তাদের প্রথম ম্যাচ। তবে বার্সেলোনার প্রতিপক্ষ মালোর্কা এর দুই খেলোয়ার লাল কার্ড দেখে প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে বার্সেলোনার এগারো জনের বিপরীতে মালোর্কা খেলেছে ৯ জন নিয়ে।
গত সিজেন টা রিয়াল মাদ্রিদের জন্য মোটেই ভালো ছিল না। বিশেষ করে বলতে হয় বার্সেলোনার কাছে লজ্জাজনকভাবে চারটা ক্লাসিকো হার। এবার মোটামুটি সবরকম দিক থেকে রিয়াল মাদ্রিদ প্রস্তুতি নিয়েছে। জাবি আলানসোকে কোচ নিয়োগ করা হয়েছে। তিনজন ডিফেন্ডার সাইন করিয়েছে পাশাপাশি পরিবর্তন করেছে টিমের পুরো মেডিক্যাল টিম। আশাকরি এই সিজেনে ভালো কিছু করতে পারবে। বিশেষ করে বললে বলব বার্সেলোনার বিপক্ষে সেই রিভেঞ্জ টা নিতে হবে। সেটা প্রথম ম্যাচটা দেখলেই বোঝা যাবে রিয়াল মাদ্রিদ ঠিক কতটা তৈরি আছে। সবমিলিয়ে দুই মাস পরে আবার ফুটবল মাঠে ফিরেছে এইজন্যই স্বস্তি। এখন আর রাতগুলো বিরক্তিতে কাটবে না।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.