এশিয়া কাপ!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
এশিয়া কাপ আয়োজন বন্ধ হোক। হ্যা কথাটা ঠিকই পড়েছেন। অন্ততপক্ষে আমি চাই এশিয়া কাপের আর কোন আসর যেন মাঠে না গড়ায়। এখন আপনি যদি এটার কারণ জিজ্ঞেস করেন তাহলে আমি যুক্তি দিয়ে অনেক গুলো কারণ দেখিয়ে দিতে পারব। এশিয়া কাপ বলতে বোঝায় যে টুর্নামেন্টে এশিয়ার দলগুলো অংশগ্রহণ করে। এরমধ্যে রয়েছে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান এবং কয়েক বছর ধরে হংকং আরব আমিরাত এরাও অংশ নিচ্ছে। প্রথম দিকে যখন এশিয়া প্রথম আয়োজন হয় তখন বাংলাদেশ দল খুব একটা ভালো না হলেও ভারতের সাদে সাথে পাকিস্তান শ্রীলঙ্কা টিম ছিল বেশ শক্তিশালী। এবং তখন এই এশিয়া কাপ হলো ওয়ানডে ফর্মেটে।
তখন খুব বেশি দল না থাকলেও এই তিনদলের মধ্যে খেলাটা জমজমাট হতো। বিশেষ করে নব্বইয়ের দশকের শ্রীলঙ্কান টিম ছিল ভয়ানক। তাদের ব্যাটিং বোলিং লাইন আপ ছিল বেশ ভালো। অন্যদিকে পাকিস্তানের সেই সোনালী দিন আর ফিরবে কীনা জানা নেই। যেখানে দারুণ সব ব্যাটসম্যানদের সাথে বিশ্বসেরা বোলার রা। সবমিলিয়ে দারুণ এক টিম। আর ভারতীয় ক্রিকেট দল তো সেই অনেক আগে থেকেই ভালো। ওদের খারাপ সময় কেটেছে খুবই কম। সঠিক পরিকল্পনা এবং পরিচর্যার জন্য কখনোই ভালো ব্যাটসম্যানের অভাব ভারতের হয়নি। কপিল দেব থেকে শুরু করে রাহুল দ্রাবিদ, শচীন টেন্ডুলকার, ধোনি, বিরাট রোহিত অথবা বর্তমানের হার্দিক পান্ডিয়া রা কেউ না কেউ এসে ঠিকই শক্ত হাতে ধরেছে ভারতীয় ক্রিকেট টিমের হাল।
এখন আমি বলি কেন আমি এশিয়া আয়োজন পুরোপুরি বন্ধ করতে বলছি। এখন পযর্ন্ত এশিয়া কাপের ১৮ টি আসর এর আয়োজন হয়েছে। যেখানে সর্বাধিক ফাইনাল খেলেছে ভারত। সবচাইতে বেশি ৯ বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। ভারতের পরে রয়েছে শ্রীলঙ্কা। তারা এশিয়া কাপ জিতেছে ৬ বার। এবং পাকিস্তান জিতেছে ২ বার। বাকি বাংলাদেশ সহ অন্য কেউ এখন পযর্ন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি। বাংলাদেশ পর পর দুই বার ফাইনাল খেলেছে। এখন দেখেন ক্রমবর্ধমান ভাবে ভারতীয় ক্রিকেট যেমন উপরে উঠেছে। ক্রিকেট বিশ্বে নিজেদের কে পরাশক্তি হিসেবে প্রমাণ করেছে অন্যদিকে এশিয়ার অন্য দলগুলো ঠিক এই একইভাবে নিচে এসেছে। অর্থাৎ তাদের ক্রমাগত ডাউনফল হয়েছে। বাংলাদেশের কথা বাদ দিলাম।
শ্রীলঙ্কা পাকিস্তান এদের কথা ভাবেন। এদের টিমের অবস্থা রীতিমতো ভয়াবহ। বিশ্বকাপে এশিয়া কে রিপ্রেজেন্টে করে শুধুমাত্র ভারত। বাকি দলগুলো বাজেভাবে টুর্নামেন্ট শেষ করে ইদানিং। আমি ক্রিকেট দেখি না। তবে খোঁজ খবর কিছু পেয়ে যায়।যখন শুনলাম অন্তত বাজে খেলার পরেও পাকিস্তান ফাইনালে অন্যদিকে গিয়েছে ভারত। তখন জেনে গিয়েছিলাম চ্যাম্পিয়ন ভারত। পাকিস্তানের জায়গাই অন্য কেউ গেলেও সেটাই হতো। সম্ভবত এশিয়া কাপই এমন এক টুর্নামেন্ট যেখানে টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই চ্যাম্পিয়নের নাম বলে দেওয়া যায়। কারণ ভারতের সেই সক্ষমতা এবং অন্য দলগুলোর সেই ব্যর্থতা। এসব কারণেই আমি এশিয়া কাপ আয়োজনের আর কোন স্বার্থকতা দেখি না। অন্তত ভারতের সাথে ফাইট দেওয়ার মতো দল আর এশিয়ায় নেই।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।