ক্লাব বিশ্বকাপ থেকে মেসির বিদায়!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
এই প্রথমবার ভিন্ন আঙ্গিকে ফিফা ক্লাব বিশ্বকাপ খেলা চলছে। জুনের ১৫ তারিখ থেকে শুরু হয়েছে। যেখানে বিভিন্ন দেশের সেরা ক্লাবগুলো অংশগ্রহণ করেছে। তবে ফিফা সভাপতি ইন্টার মায়ামি কে নিয়ম বহিভূত ভাবে সুযোগ দিয়েছে এই টুর্নামেন্টে। কারণ ইন্টার মায়ামি মেজর লীগের সেরা দলগুলোর মধ্যে পড়ে না। যাইহোক ইন্টার মায়ামিকে সুযোগ দেওয়ার সবচাইতে বড় কারণটা ছিল লিওনেল মেসি। গ্রুপ পর্ব বেশ ভালোভাবেই টপকে গেছে ইন্টার মায়ামি। যদিও তাদের গ্রুপে ইউরোপের টপ ফাইভ লীগের কোন দল ছিল না। গতকাল রাউন্ড অফ সিক্সটিন অর্থাৎ নক আউট ম্যাচে ইন্টার মায়ামির ম্যাচ ছিল চ্যাম্পিয়ন লীগ উইনার পিএসজির সাথে। এই পিএসজি যারা কীনা ইন্টার মিলান কে ৫-০ গোলে হারিয়েছিল ফাইনালে।
দুই দলের খেলাটা ছিল বাংলাদেশ সময় রাত ১০ টাই। পিএসজি কোচ লুইস এনরিকে তার দলকে মাঠে নামায় ৪-১-২-৩ ফর্মেশনে। অন্যদিকে মায়ামির ফর্মেশন ছিল ৪-৪-২। যেখানে আক্রমনের আগ্রভাগে ছিল মেসি এবং সুয়ারেজ। খেলাটা শুরু হয়। শুরু থেকেই ইন্টার মায়ামি কে চেপে ধরে পিএসজি। স্বাভাবিকভাবেই যেটা হওয়ার কথা। বলতে গেলে বল নিজেদের দখলেই নিতে পারছিল না ইন্টার মায়ামি। একেবারে পর এক আক্রমণ করলেও কাঙ্ক্ষিত গোল পেতে অপেক্ষা করতে হয় ম্যাচের ৬ মিনিট পর্যন্ত। ম্যাচের ৬ মিনিটের সময় ভিতিনহার দারুণ এক অ্যাসিস্টে হেড দিয়ে গোল করে নেভেস। ১-০ তে এগিয়ে যায় ইন্টার মায়ামি। আবার খেলা শুরু হয়। এবং শুরু হতেই বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ইন্টার মায়ামি।
পরবর্তীতে বেশ ভালোভাবে ডিফেন্স করতে থাকে ইন্টার মায়ামি। তাদের ডিফেন্স কে ব্রেক করে গোলে শর্ট করতে পারছিল না। আবার কয়েকটা অন টার্গেট শর্ট রাখলেও সেটা কোনভাবেই গোল হচ্ছিল না। এভাবে বেশ অনেক টা সময় কেটে যায়। ম্যাচের ৩৯ মিনিটের কথা। ফাবরিয়ান রুইজ এর দেওয়া সহজ একটা বল দেখে আবার গোল করে জোয়াও নেভেস। ২-০ তে এগিয়ে যায় পিএসজি। এর কিছুক্ষণ পরে ম্যাচের ৪৪ মিনিটের সময় একটা আত্মঘাতী গোল করে বসে ইন্টার মায়ামির টমাস আভিলেস। পিএসজি তখন ম্যাচে ৩-০ তে এগিয়ে। এর কিছুক্ষণ পরে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পিএসজির হয়ে গোল করে আশরাফ হাকিমি। প্রথমার্ধেই পুরোপুরি ৪-০ তে এগিয়ে যায় পিএসজি।
তখন ভাবছিলাম না জানি দ্বিতীয়ার্ধে আরও কতগুলো গোল খেতে হয় জানা নেই। তবে দ্বিতীয়ার্ধে খেলতে নেমে খেলার কিছুটা উন্নতি হয় মায়ামির। যার ফলে তাদের আর গোল ঐভাবে খাওয়া লাগেনি। যদিও তারা কোন গোল করতে পারেনি। ম্যাচ শেষ হয় ৪-০ গোলেই।ম্যাচে বল দখল শর্ট নেওয়া সবকিছুতেই অনেক এগিয়ে ছিল পিএসজি। পিএসজি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইউরোপের আরেক জায়ান্ট দল বায়ার্ন মিউনিখের। বায়ার্ন মিউনিখ গতরাতে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লেমেঙ্গো কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করেছে।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
https://x.com/Emon423/status/1939609220267249665?t=h5aqrXBVSsFQGZjM5HXf5w&s=19
https://x.com/Emon423/status/1939609438731821394?t=riGhOXViwQqUe76x2VVRRw&s=19
https://x.com/Emon423/status/1939609702981386313?t=iGfDCemH694kA9OX50UqFw&s=19
https://x.com/Emon423/status/1939609839765955062?t=-D-Rek7yNrh_SVh6-wNEog&s=19
https://x.com/Emon423/status/1939610036445335690?t=QKXnjZwKRA4avq4ojUwFzQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.