নাটকীয় ম‍্যাচে বার্সার বিদায়!!

in আমার বাংলা ব্লগ3 months ago


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ বুধবার, ৭ ই মে ,২০২৫।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


1000578824.jpg


প্রথম লেগে ৩-৩ গোলে ড্র এর পরে গতকাল দ্বিতীয় লেগে মাঠে নেমেছিল ইন্টাল মিলান এবং বার্সেলোনা। ম‍্যাচটা ছিল ইন্টারের ঘরের মাঠ সান সিরোতে যেখানে বিগত ১৫ ম‍্যাচ ধরে তারা অপরাজিত। অন‍্যদিকে দূর্দান্ত ফর্মে থাকা বার্সেলোনা। এটা নিশ্চিতভাবেই বোঝা যাচ্ছিল দারুণ একটা ম‍্যাচ হতে যাচ্ছে। যদিও আমি মাদ্রিদ ফ‍্যান তবে ম‍্যাচটা দেখেছিলাম। কারণ এটা এই বছরের সেরা ফুটবল ম‍্যাচ ছিল বলা যায়। আর আমি ধারণা করেছিলাম ম‍্যাচটা দুইটা দলের জন‍্যই সহজ হবে না। একদিকে ৪-২-৩-১ ফর্মেশনে মাঠে নামে বার্সেলোনা অন্যদিকে ইন্টার মিলান মাঠে নামে ৩-৪-২ ফর্মেশনে। বার্সেলোনার দুই ফুলব‍্যাক কুন্দে এবং বালদে কেউই ছিল না ইঞ্জুরির জন্য। এটা একটা বড় সমস্যা ছিল তাদের জন্য। ম‍্যাচটা শুরু হয় বাংলাদেশ সময় রাত ১ টাই।


1000578821.jpg

1000578823.jpg

1000578825.jpg

1000578832.jpg

1000578831.jpg

1000578837.jpg

1000578845.jpg


ম‍্যাচের প্রথম দিকে ইন্টার মিলান বেশ ভালো খেলছিল। অধিকাংশ বল নিজেদের দখলে রেখে আক্রমণ করছিল একটা চাপ সৃষ্টি করছিল। ম‍্যাচের ২১ মিনিটে লাউতারো মার্টিনেজ গোল করে এবং ইন্টার মিলানকে ১-০ এগিয়ে নিয়ে যায়। এর মাঝে বার্সেলোনা কিছু আক্রমণ করলেও কোন লাভ হয়নি। ম‍্যাচের ৪৪ মিনিটে ডিবক্সের মধ্যে লাউতারো কে গুরুতর ফাউল করলে পেনাল্টি পেয়ে যায় ইন্টার মিলান। পেনাল্টি থেকে দারুণ একট স্পট কিক নেয় চাহানুলু। এবং গোল করে ইন্টার মিলানকে ২-০ গোলে এগিয়ে নিয়ে যায়। দুই লেগ মিলিয়ে ম‍্যাচের ফলাফল তখন ৫-৩। প্রথমার্ধের বাকি সময়ে বেশ কিছু আক্রমণ বার্সেলোনা করেছিল কিন্তু কোন লাভ হয়নি। শেষ পযর্ন্ত গোল করতে পারেনি। শেষ হয় প্রথমার্ধের খেলা।


1000578873.jpg

1000578865.jpg

1000578872.jpg

1000578860.jpg

1000578877.jpg


দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই খেলার ধরন পাল্টে যায় বার্সেলোনার। একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে যায় ইন্টার মিলান। ম‍্যাচের ৫৪ মিনিটে জেরার্ড মার্টিনের অ‍্যাসিস্টে দারুণ এক গোল করে এরিক গার্সিয়া। ম‍্যাচে ফিরে আসে বার্সেলোনা। ইন্টারের উপর পুরো চেপে বসে বার্সেলোনা। ম‍্যাচের ৬০ মিনিটে জেরার্ড মার্টিনের আরেকটা সুন্দর বলে দারুণ এক হেড দিয়ে গোল করে দানি ওলমো। ম‍্যাচে ২-২ সমতা চলে আসে। বার্সেলোনা রীতিমতো চেপে ধরে ইন্টার মিলানকে। ঘরের মাঠে ইন্টারের তখন দিশেহারা অবস্থা। ম‍্যাচের তখন ৮৭ মিনিট। রাফিনহা গোল করে এগিয়ে নিয়ে যায় বার্সেলোনা কে। বার্সেলোনা তখন পুরোপুরি ২-৩ গোলে এগিয়ে। কিন্তু ম‍্যাচের নাটক তখনও বাকি। অতিরিক্ত সময়ের খেলা চলছিল। ম‍্যাচের ৯৩ মিনিটে ইন্টারের হয়ে গোল করে ফ্রান্সিসকো। ম‍্যাচে ফিরে আসে ইন্টার।

ম‍্যাচে ৩-৩(৬-৬) গোলের সমতা। ম‍্যাচ চলে যায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের ৯৯ মিনিটে ইন্টারের হয় ফারেতেছি গোল করলে এগিয়ে যায় ইন্টর মিলান। ম‍্যাচে তখন ইন্টার ৪-৩ বার্সেলোনা। ম‍্যাচের বাকি সময়ে একের পর এক আক্রমণ। অসাধারণ সব সুযোগ তৈরি করে বার্সেলোনা। কিন্তু কোন লাভ হয়নি। ইন্টারের গোলকিপার এইদিন ছিল এককথায় অপ্রতিরোধ‍্য। সে অসাধারণ সব সেভ দিয়ে ইন্টারকে ম‍্যাচে রাখে। অনেক আক্রমণ করলেও শেষ পযর্ন্ত কোন লাভ হয়নি। শেষ হয় ১২০ মিনিটের খেলা। দুই লেগ মিলিয়ে এগ্রিগ্রেডে পুরো ৭-৬ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মিলান এবং তারা ফাইনালে পৌছে যায়। দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হবে আর্সেনাল এবং পিএসজি।



সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png


1000561739.png