শখের ফটোগ্রাফি!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আশাকরি সবাই ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। তবে খুব ভালো আছি বলব না। বেশ কিছু বিষয় নিয়ে মানসিক যন্ত্রণার মধ্যে আছি। আর এগুলো তো জীবনে চলতেই থাকবে। কিন্তু এগুলো নিয়ে পড়ে থাকলে কোনভাবেই হবে না। বেশ অনেক দিন হলো সেরকম কোন ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করে নেওয়া একেবারেই হয় না। যাইহোক আজ আবার চলে আসলাম কিছু ফটোগ্রাফি নিয়ে। সত্যি বলতে এখন আর আগের মতো নিয়মিত ভাবে ফটোগ্রাফি করা হয় না। বিশেষ করে ফটোগ্রাফি করার মতো নতুন কিছু সামনে একেবারেই পাই না। যাইহোক চলুন দেখে নেওয়া যাক আজকের ফটোগ্রাফি গুলো।
- গত শুক্রবার রাতের কথা। বৃষ্টির পরে হাতিরঝিলের পাশ দিয়ে হাঁটছি। রোড লাইটের আলো রাস্তায় এসে পড়েছে। গাছের ছায়ায় দারুণ লাগছে দেখতে। সবমিলিয়ে এক চমৎকার সৌন্দর্যের তৈরি হয়েছে। ঐ সময় আমি এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম। বেশ এক অন্যরকম সৌন্দর্যের তৈরি হয়েছিল এখানে।
- বিকেল বেলা ইউনিভার্সিটি থেকে ফিরছিলাম। যদি বাইরে খুব বেশি গরম না থাকে। এবং আকাশ টা মেঘলা থাকে। আমি চেষ্টা করি হেঁটে ফেরার জন্য। ঐসময় হাঁটতেও বেশ দারুণ লাগে। এইরকমই ফুটপাত দিয়ে আমি হাঁটছিলাম। ঐসময় আমি এই ফটোগ্রাফি টা ধারণ করি।
- ঐদিন আমি নীলক্ষেত গিয়েছিলাম কিছু বই কিনতে। বই কেনা শেষ করছি ততক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছে। একটা রিক্সা নিয়ে ফিরছিলাম। মাঝে জ্যামে আটকা পড়ে যায়। সন্ধ্যা তার উপর হালকা বৃষ্টি এবং জ্যাম। সবমিলিয়ে বেশ অসাধারণ লাগছিল পরিবেশ টা। ঐসময় এই ফটোগ্রাফি টা আমি ধারণ করেছিলাম।
- একদিন বিকেলে আমার চাচাতো ভাইয়ের ছেলে মাহমুদুল কে নিয়ে চলে গিয়েছিলাম সদরঘাটে ঘুরতে। ছোট মানুষ এইরকম নদী লঞ্চ দেখে ও বেশ উচ্ছসিত ছিল। ঐসময় আমি এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলা। সামনে এক সুন্দর প্রশস্ত নদী।
- শ্রাবণ মাসের আকাশের পরিস্থিতি বোঝা খুবই কঠিন। এই একেবারে পরিষ্কার আকাশ আবার মূহুর্ত্তের মধ্যেই কালো মেঘে ছেয়ে যায় পুরো আকাশ। সবমিলিয়ে বেশ অসাধারণ একটা পরিবেশ থাকে সবসময়। যাইহোক এটা ছিল একেবারে পরিষ্কার আকাশের ফটোগ্রাফি। যেটা আমি আমার ক্যাম্পাস থেকে ধারণ করেছিলাম।
- আগের টা ছিল যেমন একেবারে পরিষ্কার আকাশ। এটা মেঘলা আকাশ। মজার বিষয় এই দুইটা ফটোগ্রাফি একই জায়গা থেকে একইদিনে মাএ এক ঘন্টার ব্যবধানে ধারণ করা। ঐ যে কিছুক্ষণ আগেই যেটা বললাম আর কী শ্রাবণ মাসের আকাশের গতিবিধি বোঝা বেশ মুশকিল।
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের খুব বেশি বই আমার পড়া হয়নি। দেবদাস এর পরে শ্রীকান্তই শুরু করেছিলাম। বইটা কেনার পরেরদিন বইটা নেড়েচেড়ে দেখছিলাম। অনেকেই ভাবতে পারেন বই আবার দেখার কী আছে। আছে ভাই অনেক কিছু আছে। ঐসময় এই ফটোগ্রাফি টা আমি ধারণ করি।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
https://x.com/Emon423/status/1962436119292969460?t=zT_jyVVJB8ExKz0OsiandQ&s=19
https://x.com/Emon423/status/1962436309617902060?t=e8WtVJZWHrThSWos5tK9qQ&s=19
https://x.com/Emon423/status/1962436684794167534?t=EolDYuapN3P9GVx2mTbQWw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
অসাধারণ মুহূর্তের ছবিগুলো আমাদের সাথে তুলে ধরার জন্য ধন্যবাদ।
আপনি আজকে মুগ্ধ হওয়ার মতো বেশ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। এরকম ফটোগ্রাফি গুলো করতে আর দেখতে আমার অনেক ভালো লাগে। আপনার প্রতিটা ফটোগ্রাফি অসম্ভব দারুণ ছিল। এরকম ফটোগ্রাফি গুলো দেখলে চোখ ফেরাতে ইচ্ছে করে না। অনেক সুন্দর ভাবে করলেন আপনি সবগুলো ফটোগ্রাফি।
অনেক ভালো লেগেছে আপনার ফটোগ্রাফি গুলো। কয়েকটি ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে। অনেক বেশি ভালো লেগেছে আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি। মাঝে মাঝে এমন চমৎকার ফটোগ্রাফি দেখলে মুগ্ধ হয়ে যাই। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি প্রত্যেকটি ফটোগ্রাফির দিকে। চমৎকার ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনার শখের ফটোগ্রাফির প্রত্যেকটা ফটো আসলেই অনেকটা মুগ্ধময় হয়েছে। শুরু থেকে শেষ অব্দি প্রত্যেকটা ফটোগ্রাফি দেখলাম একেবারে নয়ন এবং মন জুড়িয়ে গেল। আশা করি এরকম ফটোগ্রাফি আগামীতেও শেয়ার করবেন।
খুব সুন্দর হয়েছে আপনার এই ফটোগ্রাফি৷ আপনার কাছ থেকে এই ফটোগ্রাফি দেখে অনেক বেশি ভালো লাগলো৷ যেভাবে আপনি এখানে সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেভাবে একেবারে অসাধারণ হয়েছে৷ তার পাশাপাশি এখানে এই ফটোগ্রাফি গুলো যখন আপনার কাছ থেকে দেখছিলাম তখন একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷