ফটোগ্রাফি!!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আশাকরি সবাই অনেক ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। সবমিলিয়ে চলে যাচ্ছে আর কী। জীবন তো সর্বদাই চাই থেমে যেতে। কিন্তু আমরা যদি সেই সাথে থেমে যায় তাহলে তো আর চলে না বলেন হা হা। তাই যতটা সম্ভব এগিয়ে যেতে হবে। বিভিন্ন প্রতিবন্ধকতা বিভিন্ন সমস্যা এগুলোর মধ্যেই এগিয়ে যেতে হবে। বেশ অনেক দিন হলো আপনাদের সাথে সেরকম কোন ফটোগ্রাফি শেয়ার করে নেওয়া হয় না। আজ অনেক দিন পরে আবার এলাম কিছু ফটোগ্রাফি নিয়ে। আশাকরি ফটোগ্রাফি গুলো আপনাদের বেশ ভালো লাগবে। তো চলুন দেখে আসা যাক আমার ফটোগ্রাফি গুলো।
- এই ফটোগ্রাফি টা হরিপুর ব্রীজ থেকে ধারণ করা। নিচে নদীর পানি প্রবাহিত হয়ে যাচ্ছে আপন গতিতে। নদীর পানি এইসময় বরাবরই বেশি থাকে। সূর্যের আলো পানিতে পড়ে কিছুটা প্রতিফলিত হচ্ছে। সবমিলিয়ে এ যেন এক সৌন্দর্যের লীলাভূমি।
- এটাকে বিখ্যাত খাবার বললেও ভুল হবে না। যদিও এটা একেবারেই সাধারণ রুটি এবং চা। কিন্তু এটা খেতে গিয়ে একটা দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। আমাদের ওখানে একটা জায়গাই এটা খাওয়ার জন্য বেশ অনেকটা সময় অপেক্ষা করতে হয়। সত্যি বলতে আমার কাছে খুব ভালো লেগেছে এমন না।
- এই রাস্তা দিয়ে একসময় নিয়মিত যাতায়াত করতাম। এটা ছিল আমার কলেজ যাওয়ার রাস্তা। অর এই অংশটা আমার কাছে বরাবরই ভালো লাগত। এখন যেন এর সৌন্দর্য আরও বেড়ে গিয়েছে। কারণ এর উভয় পাশের গাছপালা। গাছপালা গুলো এমনভাবে রাস্তার উপর ছায়া দেয় দেখলেও সুন্দর লাগে।।
- সরু পিচঢালা হাইওয়ে। উপরে সুন্দর সাদা ভেলার মতো মেঘ এবং দুই পাশে ইলেকট্রিক পোল। সবমিলিয়ে একেবারে পারফেক্ট একটা ফ্রেম। এই ফটোগ্রাফি টা আমি বাইকের পেছনে বসে হঠাৎই করি। আশপাশের সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটেছে এখানে অনেক টা। সবমিলিয়ে লাগছে বেশ দারুণ এবং চমৎকার।
- ঐদিন বাড়িতে গিয়ে সর্বপ্রথম আমি এই ফটোগ্রাফি টাই করেছিলাম। যেখানে মাঠের অংশবিশেষ দেখা যাচ্ছে। বর্ষাকাল হওয়াই পুরো মাঠ জুড়ে এখন পানি। সকালে অনেক শাপলা ফুটে থাকে। আহ সে কী সুন্দর এবং অভূতপূর্ব দৃশ্য। আবার এই মাঠে এখন বিভিন্ন প্রকার মাছ পাওয়া যায়।
- প্রতিবার বাড়িতে গিয়ে এই একটা জায়গাই আমি সবার প্রথমে যায়। এইবারও সেটাই করেছিলাম। বিকেলেই চলে গেলাম আমার সেই পছন্দের জায়গাটাই। নদীর পানি বেড়েছে। নদীর পানির বয়ে চলার সেই শব্দ পাশাপাশি এক অসাধারণ সৌন্দর্য এবং শুভ্র বাতাস। সবমিলিয়ে প্রাণটা একেবারে জুড়িয়ে গিয়েছিল। আমার সেই পছন্দের জায়গাটা থেকেই এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম আমি।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
https://x.com/Emon423/status/1969315968326173100?t=aBFA21zrB1J0X-eMdeIrTA&s=19
https://x.com/Emon423/status/1969316165986996530?t=07KUYOjMCSBPXeYzniJXPg&s=19
https://x.com/Emon423/status/1969316458669691085?t=y00To1t-BIZ7IUs393skFQ&s=19
চমৎকার সুন্দর কিছু ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো। প্রত্যেকটি ফটোগ্রাফি ভালো হয়েছে তবে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো মন ছুয়ে গেল। প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
হরিপুর ব্রীজ আমাদের বাসা থেকে খুব একটা দূরে নয়। মনে হয় ৪০ কিলোর মত হতে পারে। একদিন সময় পেলে দেখতে যেতে হবে। ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে ভাইয়া।
একেবারে চমৎকার কিছু ফটোগ্রাফির মধ্য দিয়ে আজকে আপনি আপনার এই পোস্ট সাজিয়ে তুলেছেন। যেভাবে আপনি এখানে এই সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন তা দেখে যেরকম সুন্দর দেখা যাচ্ছে৷ তার পাশাপাশি এখানে আপনার কাছ থেকে চমৎকার একটি পোস্ট দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ এর মধ্যে আপনার একসময় এর নিয়মিত যাতায়াত করার যে রাস্তা করেছেন সেটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷