একমাস রোজা রাখার পরে ঈদ যেন নতুন এক শুরু নতুন এক ধারা নিয়ে আসে। নিয়ে আসে আনন্দ। ঈদকে নিয়ে কবিতা টা দারুণ লিখেছেন আপু। কোন কিছুই বাদ যায়নি। ঈদের দিনের সব কার্যক্রম আনন্দ উৎসব সবকিছু কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। এবং এর ছন্দটাও বেশ সুন্দর ছিল। দারুণ লিখেছেন ঈদের খুশি কবিতা টা আপু। ধন্যবাদ আপনাকে।।