You are viewing a single comment's thread from:
RE: আমাদের সমাজের তরুণ-তরুণীরা কোন পথে যাচ্ছে।।
ভাই আপনার পোস্ট টা পড়ে একটা জিনিস মনে পড়লো। গত মাসের ২১ তারিখে আর্মি স্টেডিয়ামে গেছিলাম কনসার্ট শুনতে। ওখানে গিয়ে দেখি শুধু গাঁজার ধোয়া গান শোনার কোন পরিবেশ নেই। ছেলে আর কী তার থেকে মেয়েরা বেশি উৎসাহ এর সঙ্গে গাজা খাচ্চে তাহলে বুঝেন। আর ঐসব অলিগলিতে তো এইগুলো অহরহ হয়ে থাকে। এটা দেশের যুবসমাজ একেবারে ধ্বংসের দিকে চলে যাচ্ছি আফসোস।
আর্মি স্টেডিয়ামেও যদি এমন হয় চিন্তা করেন অলিতে গলিতে কি অবস্থা। ধন্যবাদ ভাইয়া।