কিছুদিন ধরেই আপনার সুমন ভাইয়ের রায়হান ভাই এটা নিয়ে পোস্ট করছেন। দেখে আমার লোভ এবং আফসোস দুইটাই হচ্ছে। শীতের সকালে কুয়াচ্ছন্ন সুন্দর প্রকৃতির মধ্যে আখের খোলায় যাওয়া। তারপর আখ বাছাই করে সেটা মাড়াই করে রস খাওয়া। সত্যি অসাধারণ একটা অনূভুতি। এবং আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল। কী সুন্দর প্রকৃতি ভাই। সবমিলিয়ে দারুণ ছিল।
চলে আসো আমাদের এলাকায় ভরপুর খাওয়া হবে। আফসোস করে আর কি হবে । প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ