অহংকার ব্যাপার টা একেবারেই বাজে। যারা এই অহংকার করে আর যাইহোক তাদেরকে আমার সুস্থ্য মানুষ বলে মনে হয় না। একবার ভাবুন মানুষের শেষ পরিণতি কিন্তু মৃত্যু। তারপরও মানুষের এতো অহংকার এতো গৌরব। এখানে পারিবারিক শিক্ষা অনেক বড় একটা ফ্যাক্ট এটা ঠিক বলেছেন দাদা।