আসলেই আপু ঠিক বলেছেন। এমন সম্পর্কে আগানো উচিত যেই সম্পর্কে দুইজনই সিরিয়াস। দুইজনই গুরুত্ব দেয়। না হলে সত্যি ভবিষ্যতে গিয়ে ঝামেলা হতে পারে। ঐ যে একটা কথা বলে না যদি বুঝতে পারেন ভুল ট্রেনে উঠে পড়েছেন তাহলে পরবর্তী স্টেশনেই নেমে যান। না হলে ট্রেন টা যতদূরে যাবে আপনার ফিরে আসাও ততই কঠিন হবে। সম্পর্কের ব্যাপার টাই কিন্তু ঠিক এইরকম।