আমিও অনেক টা আপনার মতো। যতটা পড়লে পরীক্ষাই উতড়ে যাওয়া যায় ভালোভাবে ততটাই পড়ি। আর বাকিটা অন্যদের থেকে ঝেড়ে দেয় সুযোগ পেলে কিন্তু সেটাতেও আমার বুক কাঁপে। এই স্যার এসে গেল নাকী। কোড সেভ করতে গিয়ে আপনার হাত কাঁপা টা প্রমাণ করে আপনি ভয় পাচ্ছিলেন যদি ধরে ফেলে। সত্যি চুরি করা সহজ বিষয় না। এর জন্য প্রচুর সাহসের প্রয়োজন হয় যেটা সবার থাকে না।