ভুলে যাওয়া ব্যাপার টা শুধু আপনার আছে এটা না আপু। এই রোগ মোটামুটি সবারই আছে কারো একটু বেশি আছে আর কার একটু কম। তবে এক্ষেত্রে অতি প্রয়োজনীয় কীবোর্ড ফেলে আসা টা একটু বাড়াবাড়ি ভুল হা হা। আমার এক্সট্রা কিবোর্ড থাকলেও আমি ল্যাপটপের কীবোর্ডই বেশি ব্যবহার করে থাকি। ভুলে যাওয়া রোগের মনে হয় কোন চিকিৎসা নেই। থাকলে আপনাকে সাজেস্ট করতাম হা হা।
আর বলবেন না,আম্মু তো তাজ্জব বনে গেলো যে আমি কিবোর্ড় কিভাবে ফেলে আসতে পারি।