এক্ষেত্রে আমি আমার কথা বলি আপু। আমি বেশিরভাগ সময়ই জেনারেল রাইটিং পোস্ট করি। কী নিয়ে লিখব লেখাটা কতটুকু গ্রহণযোগ্য হবে। একেবারে হযবরল হচ্ছে কীনা এগুলো আমি অনেক বার ভেবে দেখি পড়ে দেখি। পোস্টের টপিক নির্বাচন করতে গেলে বেশ ঝামেলায় পড়তে হয় আমাকে। মাঝে মাঝে যখন অন্যদের দেখি কোন টপিক কোন অবজেক্ট নেই একটা ভিডিওগ্রাফি করে অথবা যেমন তেমন কয়েকটা ছবি তুলে ফটোগ্রাফি পোস্ট করে দিয়েছে। এটা দেখে আমি হতাশ হয়। আপনার হয়তো মনে আছে আমাদের কমিউনিটির একটা মূলনীতি ছিল শুরুতে পোস্ট সংখ্যা কম হোক সপ্তাহে সাতটা পোস্ট করার দরকার নেই। কিন্তু যতগুলো করব সেগুলো যেন কোয়ালিটি সম্পূর্ণ হয়। কিন্তু এখন এই কথাটা একেবারে অপ্রচলিত হয়ে গেছে।
আপনার জেনারেল পোস্টগুলো পড়েছি,খুব ভালো হয়।
ধন্যবাদ আপু❣