সুসময়ে তো বন্ধু শুভাকাঙ্খি এর অভাব হয় না। কিন্তু খারাপ সময় আসলে তাদের আসল রুপ টা দেখা যায়। আপনার দাদার ঐ জায়গা যদি আমি নিজে থাকতাম হয়তো কোন খারাপ পদক্ষেপ নিয়েও নিতাম। আমাদের নিকটবর্তী কিছু মানুষই এমন আছে। কোথায় তারা আমাদের বিপদে ভরসা দেবে তা না করে আমাদের কথা শোনায়। একটা পরিস্থিতি সৃষ্টি করে বসে।