আসলেই আপু আমরা এইরকম অনেক বিপদ থেকে হয়তো বেঁচে গিয়েছি কিন্তু সৃষ্টিকর্তার প্রতি তাও অনুগত্য স্বীকার করি না। গতকালের ভূমিকম্পের সময় আমি ঘুমিয়েছিলাম সেজন্য কিছু বুঝতে পারি নাই। কিন্তু পরে দেখি বেশ ভালোভাবে সেটা সবাই অনুভব করেছে।
আপনার মার্কডাউন টা কোন কারণে ঠিকভাবে হয়নি। সেজন্য কোড টা পোস্টে চলে এসেছে। ওটা একটু খেয়াল করবেন আপু।
অসংখ্য ধন্যবাদ ইমন ভাই। মার্কডাউনের সমস্যা টি আমি সংশোধন করে নিয়েছি।