আশাকরি আপনার জ্বরটা দ্রুতই ঠিক হয়ে যাবে এবং আপনি পুরো সুস্থ্য হয়ে যাবেন। সত্যি বলতে আমি এমন কোন মেয়ে দেখিনি যে শপিং করতে পছন্দ করে না হা হা। কয়েকদিন আগে যে রোদ পড়েছে সত্যি বলতে বাইরে বেরই হওয়া যেত না। ত্বকে একেবারে পুড়ে যেত। আপনার শপিং ম্যাটেরিয়াল গুলো দেখলাম। বেশ ভালো লাগল।
শপিং সবাই ই করে ভাই, খালি দোষ হয় মেয়েদের।
আশা করছি যে জিনিস গুকো কিনেছি, সেগুলো যে উদ্দেশ্যে কিনেছি, সেগুলো সার্ভ করবে ঠিকঠাক ভাবেই। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ ভাই।