একটা মানুষ মানসিক যন্ত্রনার কোনো পর্যায়ে গেলে আত্মহত্যা করে শুধুমাত্র সেই মানুষ টাই জানে। আপনার বন্ধু কনকের ভেতরের কষ্ট দুঃখগুলো সবার অজানা থেকে গেল আর সে পাড়ি দিল। যাইহোক তার জন্য দোয়া করি। মূহূর্তটা আপনার জন্যও বেশ কঠিন। যোগাযোগ না থাকলেও আপনার অনেক কাছের মানুষ ছিল যে কনক সেটা বুঝতে পেরেছি।।
আসলে ছোট বেলা থেকেই অনেকটা সময় কাটিয়েছি ওর সঙ্গে, ওর এই হঠাৎ চলে যাওয়াটা বড্ড ব্যথিত করেছে আমাকে।