স্কুলে থাকতে একটা ভাবসম্প্রসারণ পড়েছিলাম কীর্তি মানের মৃত্যু নাই। আজ আপনার পোস্ট টা পড়ে সেটা আবার মনে পড়ে গেল। কথাটা তো ঠিক। মানুষের ভালো কাজ তাকে মৃত্যুর পরেও চিরদিন বাঁচিয়ে রাখে। সুতরাং অমর হওয়ার উপায় মানুষের ভালোর জন্য কাজ করা মানুষের কল্যানের জন্য কাজ করা।