অনেকের মতে তো পিরামিড মানুষের না এলিয়েনের তৈরি। তবে আমি এটা কখনোই বিশ্বাস করি না। হ্যা ঐসময় কোন উন্নত টেকনোলজি ছিল না কিন্তু এটা মানুষের তৈরি। ঐসময়ের মানুষের দক্ষতা সত্যি প্রশংসনীয়। যদিও এটা এখনও পৃথিবীর মানুষের কাছে একটা রহস্য। দারুণ লিখেছেন আপনি দিদি।